স্বামীর পাশে নিজেরই পুরনো ছবি দেখে পরকীয়া ভেবে বসল স্ত্রী! কোপাল স্বামীকে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
নিজের যুবতী বয়সের পুরনো ছবি দেখে নিজেই চিনতে পারল না স্ত্রী । উল্টে স্বামীর পাশে দাঁড়ানো ওই মহিলা’কে সন্দেহ করে স্বামী’কেই ধারালো অস্ত্রে কোপাল খোদ স্ত্রী ।
#মেক্সিকো: সন্দেহ মানুষকে অনেক সময় এতটাই নীচে নামিয়ে দেয় যে নিজের কর্মকাণ্ডের উপর নিজেরই নিয়ন্ত্রণ থাকে না । রাগের বশে এমনই কাজ করে বসে মানুষ, যে পরে অনুশোচনা করা ছাড়া কোনও উপায় থাকে না । বিশেষ করে সেই সন্দেহ যখন স্বামী-স্ত্রী’র মধ্যে চলে আসে, তখন তা অনেক সময়ই মাত্রা ছাড়িয়ে যায় ।
ঠিক যেমন ঘটল এই স্বামী-স্ত্রী’র ক্ষেত্রে । নিজের যুবতী বয়সের পুরনো ছবি দেখে নিজেই চিনতে পারল না স্ত্রী । উল্টে স্বামীর পাশে দাঁড়ানো ওই মহিলা’কে সন্দেহ করে স্বামী’কেই ধারালো অস্ত্রে কোপাল খোদ স্ত্রী ।
সূত্রের খবর, লিওনোরা নামের ওই মহিলা বিয়ের আগে থেকেই তার স্বামীর সঙ্গে ডেটিং করত । সে সময় তাঁরা বেশ রোগা ছিলেন, বয়সও কম ছিল । সেই সময় স্বামীর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিল ওই মহিলা । কিন্তু বহু বছর পর নিজের সেই ছবি দেখে নিজেই চিনতে ভুল করে সে । তার ধারনা হয়, অন্য মহিলার সঙ্গে পরকীয়া করছেন তার স্বামী । রাগে অন্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্বামী’কে কোপায় ওই মহিলা । কোনও রকমে স্ত্রী’র হাত থেকে বেঁচে পুলিশের কাছে যান জুয়ান অন নামেরওই ব্যক্তি । তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় লিওনোরা’কে ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2021 4:32 PM IST