স্বামীর পাশে নিজেরই পুরনো ছবি দেখে পরকীয়া ভেবে বসল স্ত্রী! কোপাল স্বামীকে

Last Updated:

নিজের যুবতী বয়সের পুরনো ছবি দেখে নিজেই চিনতে পারল না স্ত্রী । উল্টে স্বামীর পাশে দাঁড়ানো ওই মহিলা’কে সন্দেহ করে স্বামী’কেই ধারালো অস্ত্রে কোপাল খোদ স্ত্রী ।

#মেক্সিকো: সন্দেহ মানুষকে অনেক সময় এতটাই নীচে নামিয়ে দেয় যে নিজের কর্মকাণ্ডের উপর নিজেরই নিয়ন্ত্রণ থাকে না । রাগের বশে এমনই কাজ করে বসে মানুষ, যে পরে অনুশোচনা করা ছাড়া কোনও উপায় থাকে না । বিশেষ করে সেই সন্দেহ যখন স্বামী-স্ত্রী’র মধ্যে চলে আসে, তখন তা অনেক সময়ই মাত্রা ছাড়িয়ে যায় ।
ঠিক যেমন ঘটল এই স্বামী-স্ত্রী’র ক্ষেত্রে । নিজের যুবতী বয়সের পুরনো ছবি দেখে নিজেই চিনতে পারল না স্ত্রী । উল্টে স্বামীর পাশে দাঁড়ানো ওই মহিলা’কে সন্দেহ করে স্বামী’কেই ধারালো অস্ত্রে কোপাল খোদ স্ত্রী ।
সূত্রের খবর, লিওনোরা নামের ওই মহিলা বিয়ের আগে থেকেই তার স্বামীর সঙ্গে ডেটিং করত । সে সময় তাঁরা বেশ রোগা ছিলেন, বয়সও কম ছিল । সেই সময় স্বামীর পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিল ওই মহিলা । কিন্তু বহু বছর পর নিজের সেই ছবি দেখে নিজেই চিনতে ভুল করে সে । তার ধারনা হয়, অন্য মহিলার সঙ্গে পরকীয়া করছেন তার স্বামী । রাগে অন্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্বামী’কে কোপায় ওই মহিলা । কোনও রকমে স্ত্রী’র হাত থেকে বেঁচে পুলিশের কাছে যান জুয়ান অন নামেরওই ব্যক্তি । তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় লিওনোরা’কে ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
স্বামীর পাশে নিজেরই পুরনো ছবি দেখে পরকীয়া ভেবে বসল স্ত্রী! কোপাল স্বামীকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement