তৃতীয় বিশ্বে ক্যানসার বাড়বে ৮০ শতাংশ, ভয়ানক তথ্য দিল WHO

Last Updated:

আশঙ্কার কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO

#জেনেভা: আজ বিশ্ব ক্যানসার দিবস ৷ গোটা বিশ্বে ক্যানসার নিয়ে নানা সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন হয়েছে ৷ কীভাবে ক্যানসারের হাত থেকে মুক্তি পাওয়া যাবে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য তৎপর সরকারি ও বেসরকারি সংস্থা ৷ নানারকম নতুন নতুন পন্থা নিয়ে এগিয়ে আসছে স্বেচ্ছাসেবক সংস্থাগুলোও ৷
কিন্তু এরই মধ্যে ভয়ানক আশঙ্কার কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO ৷ এই সংস্থার দেওয়া নতুন তথ্য অনুযায়ী, আগামী ২০৪০ সালের মধ্যে তৃতীয় বিশ্বের দেশগুলিতে ক্যানসারে মৃত্যুর পরিমাণ বাড়বে হু হু করে ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ২০৪০ সালের মধ্যে তৃতীয় বিশ্বের দেশগুলিতে ৮০ শতাংশ মানুষের মৃত্যুই হবে ক্যানসারের কারণে ৷ WHO-এর তরফ থেকে জানানো হয়েছে, তৃতীয় বিশ্বের বেশিরভাগ দেশগুলিতে ক্যানসারের সঠিক চিকিৎসা উপলদ্ধ হয় ৷ সঙ্গে এই দেশগুলিতে সচেতনতার অভাবও রয়েছে ৷ এই দেশগুলির অর্থনৈতিক অবস্থাও অনেকক্ষেত্রেই দায়ী এ ব্যাপারে ৷
advertisement
advertisement
শুধু তাই নয়, WHO-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধিক মাত্রায় তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণেই এসব দেশে ক্যানসারের প্রকোপ বাড়ছে ৷ WHO-এর তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েক বছরের মধ্যে তৃতীয় বিশ্বের দেশগুলিতে মহামারির আকার ধারণ করবে এই ক্যানসার ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
তৃতীয় বিশ্বে ক্যানসার বাড়বে ৮০ শতাংশ, ভয়ানক তথ্য দিল WHO
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement