রানির মৃত্যুর পর কেমন হতে চলেছে রাজবংশের সমীকরণ, দেখে নিন

Last Updated:

কোনও অঘটন না ঘটলে সারাজীবন ডিউক অফ সাসেক্স থেকে যাবেন তিনি ।

#লন্ডন: রানি দ্বিতীয় এলিজাবেথের অসুস্থতার খবর মিলতেই ব্রিটেনে শুরু হয়ে গিয়েছে রানির মৃত্যুতে কীভাবে শোকজ্ঞাপন হবে তার প্রস্তুতি । রানির মৃত্যু হলে যেমন আমূল পরিবর্তন আসবে ব্রিটেনের রাজনীতিতে, আইনসভায়, তেমনই বদলে যাবে রাজপরিবারের সমীকরণও ।
Photo collected Photo collected
রানির মৃত্যুর পর সিংহাসনে বসবেন তাঁর বড় ছেলে চার্লস । আগেই ব্রিটেনের সিংহাসনে রাজত্ব করেছেন প্রথম চার্লস (১৬২৫-১৬৪৯) এবং দ্বিতীয় চার্লস (১৬৬০-১৬৮৫), তাই মনার্কির স্বাভাবিক নিয়মেই চার্লস হবেন রাজা তৃতীয় চার্লস । কিন্তু চার্লস নাম রাজপরিবারের জন্য বরাবরই 'আনলাকি' । প্রথম চার্লস ছিলেন বোকা, একগুঁয়ে রাজা, আর দ্বিতীয় চার্লস তাঁর রাজত্বকালে ডুবে থেকেছেন নেশা ও অবৈধ সম্পর্কের ঘোরে । তাই চার্লসের পরিবর্তে হয়তো অন্য কোনও নামেই সিংহাসনে বসবেন রানি এলিজাবেথের দ্বিতীয় পুত্র ।
advertisement
advertisement
ইংল্যান্ডের যুবরাজের পুরো নাম চার্লস ফিলিপ আর্থার জর্জ । জর্জ নাম রাজপরিবারের জন্য 'লাকি' । তাই মাতামহ (ষষ্ঠ জর্জ) ও প্র-মাতামহের (পঞ্চম জর্জ)-এর নামানুসারে সপ্তম জর্জ নাম নিয়েও সিংহাসনে বসতে পারেন তিনি । অবশ্য প্রথম ফিলিপ বা প্রথম আর্থার নামও নিতে পারেন চার্লস ।
advertisement
Photo collected Photo collected
ব্রিটিশ রাজবংশের নিয়ম অনুযায়ী রাজা-রানির বড় ছেলের টাইটেল হয় প্রিন্স অফ ওয়েলস । বর্তমানে যুবরাজ চার্লস এই টাইটেলের অধিকারী । তিনি রাজা হলে উইলিয়াম হবে প্রিন্স অফ ওয়েলস । রাজপরিবারের বড় ছেলের টাইটেল যেমন প্রিন্স অফ ওয়েলস, তেমনই বড় মেয়ের টাইটেল হয় প্রিন্সেস রয়্যাল । যদিও রানি নিজে কোনও দিনই এই টাইটেল ব্যবহার করেননি । তাঁর পিসি প্রিন্সেস ম্যারি-র (পঞ্চম জর্জের একমাত্র মেয়ে) মৃ্ত্যুর পর এই টাইটেল পেয়েছেন রানির মেনে অ্যান । তাঁর মৃত্যুর পর এই টাইটেলর উত্তরাধিকারী কেট-উইলিয়ামের মেয়ে প্রিন্সেস শার্লো ।
advertisement
ঠাকুমার মৃত্যু এবং বাবা রাজা হওয়ার পর উইলিয়াম সিংহাসনের মূল অধিকারী হলেও কোনও পরিবর্তন হবে না হ্যারির জীবনে । কোনও অঘটন না ঘটলে সারাজীবন ডিউক অফ সাসেক্স থেকে যাবেন তিনি ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
রানির মৃত্যুর পর কেমন হতে চলেছে রাজবংশের সমীকরণ, দেখে নিন
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement