Viral News: ১৩ বছরের ছাত্রের শয্যাসঙ্গীনি, মা হলেন শিক্ষিকা! পরের ঘটনা জানলে চোখ কপালে উঠবে

Last Updated:

এ যেন এক অদ্ভুত ভালবাসা! ১৩ বছরের ছাত্রের সন্তানের মা হলেন এক শিক্ষিকা।

১৩ বছরের ছাত্রের শয্যাসঙ্গীনি, মা হলেন শিক্ষিকা! পরের ঘটনা জানলে চোখ কপালে উঠবে
১৩ বছরের ছাত্রের শয্যাসঙ্গীনি, মা হলেন শিক্ষিকা! পরের ঘটনা জানলে চোখ কপালে উঠবে
হিউস্টান: এ যেন এক অদ্ভুত ভালবাসা! ১৩ বছরের ছাত্রের সন্তানের মা হলেন এক শিক্ষিকা। ইন্সটাগ্রামে নম্বর দেওয়া নেওয়ার পরেই সম্পর্ক শুরু। একে অপরের প্রেমে পাগল হয় দুজনে। শুরু হয় শারীরিক সম্পর্ক। তারপরেই অন্তসত্ত্বা হয়ে পড়েন তরুণী। তাজ্জবজনক ঘটনাটি ঘটেছে  মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টানে।
যদিওবা তাঁদের এই সম্পর্ক নিয়ে বিন্দুমাত্র আপত্তি জানাননি ছাত্রের বাবা-মা। তাদের বয়সের ফারাক নিয়েও কোনও আপত্তি জানাননি তাঁরা। তবে ১৩ বছরের ছেলের সন্তানের মা হওয়ায় গ্রেফতার করা হয়েছে শিক্ষিকাকে। উত্তর হিউস্টানের স্টোভাল মিডল স্কুলের এক ২৪ বছরের শিক্ষিকা আলেকজান্দ্রিয়া ভেরা। এই স্কুলেরই ১৩ বছরের এক ছাত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। অবশ্য এর আগেও অন্য এক সম্পর্ক ছিল আলেকজান্দ্রিয়ার। যার দরুণ তাঁর একটি ৪ বছরের সন্তানও আছে।
advertisement
advertisement
কোর্টে জমা পড়া তথ্য থেকে জানা গিয়েছে, আলেকজান্দ্রিয়াকে ইন্সটাগ্রামে বার্তা পাঠায় ছাত্রটি। পরে ফোন নম্বর আদান প্রদান হয়। সামান্য কথোপকথনের পরেই ছাত্রের বাড়িতে হানা দেন তরুণী। পরে শারীরিক সম্পর্ক হয় দু'জনের। দীর্ঘদিন মেলামেশার পরে অন্তসত্ত্বা হয়ে পড়েন আলেকজান্দ্রিয়া। পরে  দু'জনের সম্পর্কের কথা সমস্ত স্কুলে ছড়িয়ে পড়ে। তবে ছাত্রের বাবা-মায়ের সম্মতি থাকলেও শেষ পর্যন্ত  আলেকজান্দ্রিয়াকে গর্ভপাত করতে বাধ্য করে শিশু কল্যাণ দফতরের কর্মীরা। এবং শেষ পর্যন্ত ১০বছরের সাজা ঘোষণা হয় তাঁর।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: ১৩ বছরের ছাত্রের শয্যাসঙ্গীনি, মা হলেন শিক্ষিকা! পরের ঘটনা জানলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement