#নিকারাগুয়া: ভয়ানক, ভয়ঙ্কর নাকি শুধু ভয়ঙ্করও নয় একেবারে অতি ভয়ঙ্কর , শিউড়ে ওঠার মতো ঘটনা ৷ আমেরিকার এক ব্যক্তি যা করে দেখিয়েছেন তা নিয়ে সারা বিশ্বে চাঞ্চল্য ৷ জ্বলন্ত লাভার ওপর দিয়ে যেভাবে হেঁটে গেলেন তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব ৷ এমনিতেই সারা বিশ্বে বিভিন্ন ধরণের স্টান্ট হয় , আর সেগুলির লাইভেরও জনপ্রিয়তা তুঙ্গে, সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই মার্কিন 'দুঃসাহসী' নিকওয়ালেন্ডা দড়ির উপর হেঁটে পেরিয়ে গেলেন নিকারাগুয়ার সক্রিয় 'মাসায়া' আগ্নেয়গিরি।
তার এই ইভেন্ট কভার হয় ১৭টি ক্যামেরা ও চারটি ড্রোনে ঘটনাটি ঘটেছে বুধবার ৷ আর ইতিমধ্যেই সোশ্যাল সাইটে এই দুঃসাহসিক ভিডিওর ভিউ হয়েছে কয়েক লক্ষ ৷ আগ্নেয়গিরির মাথায় লাভাহ্রদ - মাসায়া এমনই একটি হ্রদ ৷ দক্ষিণ আমেরিকার নিকারাগুয়ার থেকে ২০ কিলোমিটার দূরে ৬৩৫ মিটার উঁচুতে রয়েছে এই হ্রদ ৷ এর নিচের ফুটন্ত লাভা যেমন রয়েছে তেমনিই ক্রমাগত নিঃসারিত হয় বিষাক্ত গ্যাসও ৷
What would you be thinking if you were in Nik's shoes right now? #VolcanoLivewithNikWallenda pic.twitter.com/uXFQH2ujWD
— Nik Wallenda (@NikWallenda) March 5, 2020
সমস্তরকম সতর্কতা -র নিয়ম মেনেই প্রাণ হাতে করে এই চ্যালেঞ্জ পার করেছেন তিনি ৷ মুখোশ ও অন্যান্য সতর্কতামূলক পোশাক পরেন নিক। পোশাকের সঙ্গে হুক দিয়ে একটি দড়ি আটকে রাখা হয়, যাতে কোনও ভাবে পা পিছলে লাভায় গিয়ে না পড়েন। তবে সে পরিস্থিতি তৈরি হয়নি।
সন্ধ্যা ৮টা ২০ মিনিটে, ৫৫০ মিটার দড়ির উপর দিয়ে হাঁটতে শুরু করেন নিক। প্রায় ৩১ মিনিট পর অন্যপ্রান্তে পৌঁছন। ইভেন্ট শেষে বেশ হাল খারাপ হয়েছিল নিকের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lava, Viral Video