আমেরিকার সেনা ছাউনিতে মিসাইল হানা, আতঙ্কে ছোটাছুটি শুরু, দেখে নিন ইরানের হানার ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এবার যুদ্ধের দিকে গড়ানোর পথে আরও একধাপ এগিয়ে গেল ৷
#বাগদাদ : ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের গুপ্ত বাহিনী কুদস। বিদেশের মাটিতে ইরানপন্থী ভাড়াটে সেনাদের পরিচালনা করাই যার মূল কাজ। এই বাহিনীরই প্রধান ছিলেন কাসেম সুলেমানি। শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় সুলেমানির। এরপর থেকেই নতুন করে মার্কিন-ইরান টানাপোড়েনের শুরু। যা এবার যুদ্ধের দিকে গড়ানোর পথে আরও একধাপ এগিয়ে গেল ৷
আমেরিকা এর আগেই ইরানকে হুমকি দিয়ে রেখেছিল কিছু এদিক ওদিক হলেই যুদ্ধ শুরু হবে ৷ অন্যদিকে নিজেদের সেনাপ্রধানকে হারিয়ে তারাও জানিয়ে দিয়েছিল এর বদলা তারা নেবে ৷ সেই প্রেক্ষিতেই ডজন মিসাইলেই আক্রমণ হয় ইরানের স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ এ ৷ ইরাকের আল আসাদ ও ইরবিল ক্যাম্পে হয়েছে হানা ৷
advertisement
advertisement
মিডিয়ায় এই ভিডিও আসার পরেই ভাইরাল হয়ে গেছে ৷যুদ্ধের গন্ধ পাচ্ছে পশ্চিম এশিয়া সহ সারা পৃথিবী ৷ এদিনের মিসাইল হানার বিভিন্ন ছবি ও ভিডিও ইতিমধ্যেই ট্যুইটারে এসেছে ৷ দেখে নিন সেই সব ছবি ও ভিডিও ৷
advertisement
«انتقام سخت» آغاز شد/ حملات سنگین موشکی سپاه به پایگاه آمریکایی عینالاسد pic.twitter.com/sbw0cwGH6B
— خبرگزاری فارس (@FarsNews_Agency) January 7, 2020
“All is well” Could have fooled me.pic.twitter.com/PCxlmksyxj — Ryan Hill (@RyanHillMI) January 8, 2020
advertisement
আমেরিকা সেনা ক্যাম্পে ইরানের হামলার পর বিদেশমন্ত্রী জবাদ জারিফ জানিয়েছেন , ‘ইউএন-র আর্টিকেল ৫১ নম্বর ধারা মেনেই এই পদক্ষেপ উঠিয়েছে ৷ এই সেনা ছাউনি থেকে আমাদর নাগরিদের ওপর আঘাত এসেছে, আমরা হামলা করতে চাইনি ৷ কিন্তু কেউ উস্কানি দিলে আমরা থেমে থাকব না ৷ ’
আরও দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 08, 2020 10:16 AM IST