corona virus btn
corona virus btn
Loading

মৃত্যুদূত ‌বালির ঝড়ে আকাশ রক্তের মতো লাল!‌ কী অবস্থা এই শহরের, দেখুন ভিডিও

মৃত্যুদূত ‌বালির ঝড়ে আকাশ রক্তের মতো লাল!‌ কী অবস্থা এই শহরের, দেখুন ভিডিও

দেখে মনে হয় সভ্যতার সমস্ত চিহ্ন মিটিয়ে দেবে এই ঝড়।

  • Share this:

লোকে বলছে, এ যেন ‘‌অ্যাপোক্যালিপ্স’‌। দেখে মনে হয় সভ্যতার সমস্ত চিহ্ন মিটিয়ে দেবে এই ঝড়। পূর্ব আফ্রিকার নাইজের–এর বালুঝড়ের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা দেখলে যে কেউ আঁতকে উঠবেন। ছবিতে দেখা যাচ্ছে, কেমন পর্বত প্রমাণ উচ্চতা নিয়ে উড়ে আসছে বালির ঝড়। ঢেকে যাচ্ছে বাড়ি, ঘর, রাস্তা সব। আর সেই ভিডিওই ট্যুইটারে দেখা হয়েছে প্রায় এক লক্ষ বারের বেশি।

 

পূর্ব আফ্রিকার এই অংশ মাঝে মাঝেই তীব্র আকার ধারণ করে বালির ঝড়। যে কারণে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানকার মানুষ বেশ আতঙ্কেই থাকেন। এই সময়কার ঋতুকে বলা হয় হারমাত্তান।

 

ট্যুইটারে আরও একটি ভয়নাক ছবি শেয়ার করা হয়েছে, যেটিতে দেখা যাচ্ছে, আকাশের রং হয়েছে রক্তের মতো লাল। আসলে বালির ঝড়ের কারণেই সূর্যের আলো মিলেমিশে এমন এক ভয়ানক রঙ ধারণ করেছে প্রকৃতি। ভারতেও এই বালুঝড়ের দেখা মেলে রাজস্থানে।

 
First published: May 7, 2020, 7:46 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर