লোকে বলছে, এ যেন ‘অ্যাপোক্যালিপ্স’। দেখে মনে হয় সভ্যতার সমস্ত চিহ্ন মিটিয়ে দেবে এই ঝড়। পূর্ব আফ্রিকার নাইজের–এর বালুঝড়ের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা দেখলে যে কেউ আঁতকে উঠবেন। ছবিতে দেখা যাচ্ছে, কেমন পর্বত প্রমাণ উচ্চতা নিয়ে উড়ে আসছে বালির ঝড়। ঢেকে যাচ্ছে বাড়ি, ঘর, রাস্তা সব। আর সেই ভিডিওই ট্যুইটারে দেখা হয়েছে প্রায় এক লক্ষ বারের বেশি।
Tempête de sable à Niamey... pic.twitter.com/ct5Pm3OjVY
— Doulaye Bonkano (@doulayeb) May 4, 2020
পূর্ব আফ্রিকার এই অংশ মাঝে মাঝেই তীব্র আকার ধারণ করে বালির ঝড়। যে কারণে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানকার মানুষ বেশ আতঙ্কেই থাকেন। এই সময়কার ঋতুকে বলা হয় হারমাত্তান।
yesteraday’s sandstorm in Niamey, Niger pic.twitter.com/vKZSWnPFQH
— francesco strazzari (@franxstrax) May 5, 2020
ট্যুইটারে আরও একটি ভয়নাক ছবি শেয়ার করা হয়েছে, যেটিতে দেখা যাচ্ছে, আকাশের রং হয়েছে রক্তের মতো লাল। আসলে বালির ঝড়ের কারণেই সূর্যের আলো মিলেমিশে এমন এক ভয়ানক রঙ ধারণ করেছে প্রকৃতি। ভারতেও এই বালুঝড়ের দেখা মেলে রাজস্থানে।
Incredible photos from Niamey in #Niger today, where my brother and his family live. Sandstorms turning the sky orange/red pic.twitter.com/Rpqu0XGVP2
— David Blane (@dnblane) May 4, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sandstormafrica, Sandstrom, Viralvideo