Israeli Diplomats Killed in Washington: ওয়াশিংটনে শ্যুটআউট, ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা! জঙ্গি হামলার অভিযোগ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই হামলার সময় ইজরায়েলের রাষ্ট্রদূত ঘটনাস্থলে ছিলেন না৷ হামলাকারীদের নিশানা আসলে তাঁর উপরেই ছিল কি না,তাও স্পষ্ট নয়৷
ওয়াশিংটন: আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হল৷ ওয়াশিংটনে ইহুদিদের একটি মিউজিয়ামের বাইরে এই শ্যুটআউটের ঘটনা ঘটে৷ এই ঘটনায় তাঁদের আরও কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ওয়াশিংটনের ইজরায়েলি দূতাবাস কর্তৃপক্ষ৷ এই ঘটনাকে জঙ্গি হামলা বলেই দাবি করেছে তারা৷ আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে মার্কিন পুলিশ৷
ওয়াশিংটনের রাস্তার উপরে বুধবার সন্ধ্যায় যে জায়গায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর ওয়াশিংটনের ফিল্ড অফিস৷ ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ইজরায়েলি দূতাবাস কর্তৃপক্ষ৷
যদিও এই হামলার সময় ইজরায়েলের রাষ্ট্রদূত ঘটনাস্থলে ছিলেন না৷ হামলাকারীদের নিশানা আসলে তাঁর উপরেই ছিল কি না,তাও স্পষ্ট নয়৷
advertisement
advertisement
আরও পড়ুন: মাঝআকাশে মহাবিপদ, গ্রাস করেছিল মৃত্যুভয়! শ্রীনগর যেতে গিয়ে অল্পের জন্য রক্ষা পাঁচ তৃণমূল সাংসদের
রাষ্ট্রসংঘে ইজরায়েলের দূত ড্যানি ড্যানন এই ঘটনাকে জঙ্গি হামলা বলেই দাবি করেছেন৷ একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কূটনীতিকদের নিশানা করে চরম সীমা ছাড়িয়ে গিয়েছে ইজরায়েলের শত্রুরা৷ এফবিআই প্রধান কাশ পটেলও এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, এই হামলা সংক্রান্ত আরও তথ্য জোগাড়ের চেষ্টা চলছে৷
advertisement
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে মার্কিন-ইহুদি সংগঠনের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় ওই মিউজিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল৷ ফলে সেখানে ইজরায়েল দূতাবাসের আধিকারিক ও কর্মী সহ ইহুদি সম্প্রদায়ের অনেকেই উপস্থিত ছিলেন৷ ফলে এই হামলা পূর্ব পরিকল্পিত বলেই মনে করা হচ্ছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2025 10:17 AM IST