TMC MPs in Delhi Srinagar Indigo Flight: মাঝআকাশে মহাবিপদ, গ্রাস করেছিল মৃত্যুভয়! শ্রীনগর যেতে গিয়ে অল্পের জন্য রক্ষা পাঁচ তৃণমূল সাংসদের

Last Updated:

বুধবার সন্ধ্যায় বিপদের মুখে পড়া দিল্লি থেকে শ্রীনগরগামী ওই বিমানটিতে তৃণমূল কংগ্রেসের পাঁচ সাংসদও ছিলেন৷

বুধবার সন্ধ্যায় দুর্যোগের কবলে পড়া শ্রীনগরগামী ইন্ডিগোর বিমানে ছিলেন পাঁচ তৃণমূল সাংসদ৷
বুধবার সন্ধ্যায় দুর্যোগের কবলে পড়া শ্রীনগরগামী ইন্ডিগোর বিমানে ছিলেন পাঁচ তৃণমূল সাংসদ৷
শ্রীনগর: বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে মাঝআকাশেই প্রবল দুর্যোগের মধ্যে পড়ে ইন্ডিগো-র একটি বিমান৷ অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পায় বিমানটি৷ প্রবল শিলাবৃষ্টি এবং ঝড়, বজ্রপাতের দাপটে বিমানের সামনের অংশে ফাটলও ধরে৷ শ্রীনগরগামী ওই বিমানটিতে দুশোর বেশি যাত্রী ছিলেন৷ দুর্যোগের কবলে পড়ে বিমানটিতে এমন ঝাঁকুনি হতে শুরু করে যে প্রাণভয়ে আর্তনাদ করতে থাকেন যাত্রীারা৷ সেই আতঙ্কের মুহূর্তের একাধিক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷
বুধবার সন্ধ্যায় বিপদের মুখে পড়া দিল্লি থেকে শ্রীনগরগামী ওই বিমানটিতে তৃণমূল কংগ্রেসের পাঁচ সাংসদও ছিলেন৷ ভারত-পাক সাম্প্রতিক সংঘাতের পর জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবারই শ্রীনগর পৌঁছনোর কথা ছিল তৃণমূল কংগ্রেসের ওই প্রতিনিধি দলের৷ ঘটনাচক্রে ইন্ডিগো-র ওই বিমানেই দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পাঁচ তৃণমূল সাংসদ৷ বিমানের বাকি যাত্রীদের মতো আতঙ্ক গ্রাস করেছিল তাঁদেরকেও৷ শেষ পর্যন্ত ভাল ভালয় শ্রীনগর পৌঁছে বিমানের পাইলটকে ধন্যবাদ জানান তৃণমূলের ওই প্রতিনিধি দলের সদস্যরা৷
advertisement
advertisement
যে পাঁচ তৃণমূল সাংসদ ওই প্রতিনিধি দলে ছিলেন তাঁরা হলেন ডেরেক ও ব্রায়েন, মানস ভুঁইয়া, সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর এবং নাদিমুল হক৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এনডিটিভি-কে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘প্রায় মৃত্যুমুখ থেকে ফিরলাম৷ ভেবেছিলাম আমার জীবন বোধহয় এখানেই শেষ৷ মানুষ আতঙ্কে চিৎকার, প্রার্থনা করতে শুরু করেন৷ ওই পরিস্থিতির মধ্যে থেকে যে পাইলট আমাদের বের করে এনেছেন তাঁকে কুর্নিশ৷ অবতরণের পর আমরা দেখলাম বিমানের সামনের অংশটুকুও ভেঙে গিয়েছে৷’
advertisement
advertisement
পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এটিসি-তে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুরোধ করেন বিমানচালক৷ শেষ পর্যন্ত অবশ্য সন্ধে সাড়ে ছটা নাগাদ নিরাপদেই শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে বিমানটি৷ বুধবার বিকেলের পর থেকেই দিল্লি সহ উত্তর ভারতের একাংশে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়৷ সেই দুর্যোগের কবলেই পড়ে যায় ইন্ডিগোর বিমানটি৷
বিবৃতিতে ইন্ডিগো-র পক্ষ থেকে জানানো হয়, ‘দিল্লি থেকে শ্রীনগরগামী উড়ান ৬ই ২১৪২ মাঝআকাশে আচমকাই শিলাবৃষ্টি এবং ঝড়ের কবলে পড়ে যায়৷ যদিও প্রতিষ্ঠিত নিয়ম মেনে বিমানকর্মী এবং পাইলটরা নিরাপদেই শ্রীনগর বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করান৷’ যদিও বিমানটির যা ক্ষতি হয়েছে তাতে মেরামতি না হওয়া পর্যন্ত সেটি আর আকাশে উড়তে পারবে না৷
বাংলা খবর/ খবর/দেশ/
TMC MPs in Delhi Srinagar Indigo Flight: মাঝআকাশে মহাবিপদ, গ্রাস করেছিল মৃত্যুভয়! শ্রীনগর যেতে গিয়ে অল্পের জন্য রক্ষা পাঁচ তৃণমূল সাংসদের
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement