আবারও তিনিই, রাশিয়ার প্রেসিডেন্ট পদে ভ্লাদিমির পুতিন

Last Updated:

হিসেব-নিকেশ তাই বলছিল ৷ তাঁর জয় সম্বন্ধে নিশ্চিত ছিলেন প্রায় সকলেই ৷ বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাও তেমনই দাবি করেছিল ৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চতুর্থ বছরের জন্য রুশ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন ৷

#নয়াদিল্লি: হিসেব-নিকেশ তাই বলছিল ৷ তাঁর জয় সম্বন্ধে নিশ্চিত ছিলেন প্রায় সকলেই ৷ বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাও তেমনই দাবি করেছিল ৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চতুর্থ বছরের জন্য রুশ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন ৷ সব কিছু ঠিকঠাক থাকলে আরও ছয় বছর দেশের মাথায় থাকবেন তিনিই ৷
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই খবর ৷ এ বছরও বেশ বড়সড় ব্যবধানেই জয় পেয়েছেন তিনি ৷ বুথ ফেরত সমীক্ষা বলেছিল ৭৩.৯ শতাংশ ভোট পেতে পারেন তিনি ৷ কার্যক্ষেত্রে দেখা গেল তার চেয়েও বেশি ভোট ঝুলিতে ভরেছেন ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৭৫ শতাংশ ভোট পেয়েছেন পুতিন ৷
advertisement
রাশিয়ার প্রধান বিরোধী নেতা এবং মূল প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সেই নাভালনি আইনি জটিলতার কারণে লড়তে পারেননি এই নির্বাচনে ৷ ফলে পুতিনের মসনদে ফেরা ছিল শুধুই সময়ের অপেক্ষা ৷
advertisement
৯৯৯-এর ৩১ ডিসেম্বর পদত্যাগ করেছিলেন তৎকালীন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন। ২০০০ সালের শুরুতেই প্রেসিডেন্টের গদিতে বসেন পুতিন। সেই শুরু ৷ মাঝে কিছুদিনের জন্য ক্ষমতা গিয়েছিল দমিত্রি মেদভেদেভ-এর হাতে ৷ ২০১২-তে ফের ফিরে আসেন পুতিন ৷ আবারও তাঁর উপরেই পূর্ণ আস্থা রাখলেন দেশের মানুষ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
আবারও তিনিই, রাশিয়ার প্রেসিডেন্ট পদে ভ্লাদিমির পুতিন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement