ট্রাম্পের চাপেও অনড় দিল্লি, ডিসেম্বরেই ভারত সফরে পুতিন! জানাল ক্রেমলিন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ডিসেম্বরেই দেশে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, ক্রেমলিন থেকে সবুজ সঙ্কেত এলেই আগামী ডিসেম্বরেই ভারতে আসতে পারেন পুতিন।
ক্রেমলিন: ডিসেম্বরেই দেশে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, ক্রেমলিন থেকে সবুজ সঙ্কেত এলেই আগামী ডিসেম্বরেই ভারতে আসতে পারেন পুতিন।
মূলত, জ্বালানি তেল এবং ভারতীয় পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প ৫০% শুল্ক চাপানোর পর থেকেই দূরত্ব বাড়তে থাকে ভারত-আমেরিকার। আর সেই সঙ্গেই সম্পর্ক নিবিড় হয় রাশিয়ার। আর এরপরেই ভারত সফরের বিষয়টি সামনে এল।
আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের F ভিসার নিয়ম শুনেছেন? ভারতীয় শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলতে পারে…
এই প্রসঙ্গে, ক্রেমলিনের এক আধিকারিক ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত সোমবার চিনে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন (এসওসি) সামিটে দেখা করেন। সেখানেই ভারতে আসার বিষয়টি তিনি জানান।
advertisement
advertisement
এর আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও পুতিনের ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছিলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সঙ্গে এক নিবিড় সম্পর্ক আছে। এবং আশা করি আমরা সেই সম্পর্কের মূল্য অবশ্যই দেব”
আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে লেগে গেল চিনের! ম্যাগনেট না দিলে ২০০% ট্যারিফ! হুমকি মার্কিন প্রেসিডেন্টের
এর আগে রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে সুর চড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছিলেন রাশিয়ার থেকে কম দামে খনিজ তেল কিনে তা বিশ্ববাজারে বিক্রি করছে ভারত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য ভারতকে দায়ীও করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, “ভারত শুধু রাশিয়ার থেকে বিপুল পরিমাণে তেল কিনছেই না। তা খোলা বাজারে বিক্রিও করছে। এর ফলে তাঁরা বেশ মুনাফাও করছে। তাঁরা রাশিয়া-ইউক্রেনে কত মানুষ মারা যাচ্ছে তা নিয়ে কেউ ভাবছে না”
advertisement
চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সেখানেই মোদি বলেছিলেন, ভারত সবসময় শান্তি এবং আলোচনার মাধ্যমেই সমাধান চায়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 10:08 PM IST