Russia Ukraine War: কিভের চারপাশ থেকে সেনা সরাচ্ছে রাশিয়া, এবার পুতিন- জেলেনস্কি শান্তি বৈঠক?

Last Updated:

এ দিন ইউক্রেনের রাজধানী কিভের আশেপাশের এলাকা থেকে রাশিয়া উল্লেখযোগ্য ভাবে সেনা কমাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে (Russia Ukraine War)৷

পুতিন- জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা৷
পুতিন- জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা৷
#ইস্তানবুল: এবার কি মুখোমুখি আলোচনায় বসবেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি৷ মঙ্গলবার তুরস্কে দুই দেশের শান্তি বৈঠকের (Russia Ukraine War) পর সেই সম্ভাবনাই উজ্জ্বল৷ অন্তত ইউক্রেনের তরফে শীর্ষ মধ্যস্থ্যতাকারী ডেভিড আরাখামিয়া সেরকমই দাবি করেছেন৷
এ দিন ইউক্রেনের রাজধানী কিভের আশেপাশের এলাকা থেকে রাশিয়া উল্লেখযোগ্য ভাবে সেনা কমাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে৷ তবে মস্কে স্পষ্ট করে দিয়েছে, সেনা কমানোর অর্থ সংঘর্ষ বিরতি নয়৷ বরং ইউক্রেনের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে ঐক্যমতে পৌঁছতে যে এখনও অনেক সময় লাগবে, তাও জানিয়ে দিয়েছেন রুশ মধ্যস্থতাকারীরা৷
advertisement
advertisement
ইউক্রেনে শান্তি ফেরাতে এ দিন তুরস্কে আরও একদফা আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা৷ সেই বৈঠক শেষেই ইউক্রেনীয় মধ্যস্থতাকারী ডেভিড আরাখামিয়া বলেন, 'আজকের বৈঠকে যা অগ্রগতি হয়েছে, তা দুই দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে বৈঠক হওয়ার জন্য যথেষ্ট৷' এই বক্তব্যই পুতিন- জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা উস্কে দিয়েছে৷ অন্য দিকে রুশ মধ্যস্থতাকারীও ইস্তানবুলের আলোচনায় ইউক্রেনের মনোভাবকে স্বাগত জানিয়েছে৷
advertisement
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রাশিয়া৷ তার পর একমাসেরও বেশি সময়ে রুশ আগ্রাসনের জেরে বিপর্যস্ত ইউক্রেন৷ বেশ কয়েক দফা আলোচনা ফলপ্রসূ না হলেও এ দিন রাশিয়া এবং ইউক্রেনের বৈঠকের পর পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে৷ তবে এরই মধ্যে ইউক্রেন একটি আন্তর্জাতিক চুক্তির দাবি জানিয়েছে৷ যে চুক্তিতে অন্যান্য দেশগুলি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে৷
advertisement
ইউক্রেনীয় মধ্যস্থতাকারী আরাখামিয়া সাংবাদিকদের বলেন, ন্যাটো-র পাঁচ নম্বর ধারা অনুযায়ী সদস্য দেশগুলি পরস্পরের নিরাপত্তা রক্ষা করার যে শর্ত মেনে চলে, সেরকম ভাবেই অন্যান্য দেশগুলির থেকে নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা চাইছে ইউক্রেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine War: কিভের চারপাশ থেকে সেনা সরাচ্ছে রাশিয়া, এবার পুতিন- জেলেনস্কি শান্তি বৈঠক?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement