Viral Video: দাড়িপাল্লায় বউকে বসিয়ে মাপা হচ্ছে সোনার ইট দিয়ে! কনের ওজনের সমান সোনার ইট কি বিয়ের পণ? দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: বিশাল দাড়িপাল্লার একদিকে বিয়ের কনে বসে আছেন। অন্যদিকে চাপানো হচ্ছে রাশি রাশি সোনার ইট।

দুবাই : এক পাকিস্তানি পরিবারের বিয়ের আসর বসেছিল দুবাইয়ে। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ভাইরাল ভিডিওর সঙ্গে মিল পেয়েছেন ২০০৮ সালের সুপারহিট ছবি 'যোধা আকবর'-এর। কারণ ভিডিওতে দেখা গিয়েছে কনের সাজে সজ্জিত তরুণীকে দাড়িপাল্লায় বসিয়ে ওজন করা হচ্ছে সোনার ইটের সঙ্গে। বিশাল দাড়িপাল্লার একদিকে বিয়ের কনে বসে আছেন। অন্যদিকে চাপানো হচ্ছে রাশি রাশি সোনার ইট।
বোঝাই যাচ্ছে কনের দেহের ওজনের সমান সোনার ইট মাপা হচ্ছে। কিন্তু কেন এই কাণ্ড? অধিকাংশ নেটিজেনের মত, ওই সোনার ইট বরপণ দেওয়া হবে। ভাইরাল ভিডিও দেখে অনেকের আবার বিপরীত মত যে ওই স্বর্ণইষ্টক আসলে কন্যাপণ। কিন্তু আসল কারণ কী, জানা যায়নি। ভিডিওর শেষে দেখা যায় বরবেশী তরুণ তাঁর তলোয়ারটিও রেখে দেন।
advertisement
আরও পড়ুন :  মাটি খুঁড়ে ৮৬৫ বছরের প্রাচীন ৫৭০ টি স্বর্ণমুদ্রা! গুপ্তধন পেয়ে রাতারাতি ধনকুবের ফাস্টফুড দোকানের মালিক
ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, আসল সোনা দিয়ে তৈরি করা হয়নি ইটগুলি। ক্যাপশনে লেখা হয়েছে 'রাজকীয় পাকিস্তানি বিয়ের কিছু মুহূর্ত দুবাইয়ে। এই ভিডিও ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। কারণ কনের ওজনের সমান সোনা মাপা হয়েছে। তবে সোনা আসল নয়। মনে করিয়ে দিচ্ছে জোধা আকবর ছবির বিয়ের দৃশ্য।'
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Dulha.net (@dulhadotnet)

advertisement
বিস্ময়ের পাশাপাশি এই ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হয়েছে সমালোচনার ঝড়ও। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নিন্দা করেছেন পণপ্রথার। উঠে এসেছে ভোগবাদের প্রসঙ্গও। এক নেটিজেন লিখেছেন, 'কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু এটা দুঃখজনক, নিন্দাজনক এবং রুচিহীন। এটা যেন বাজারে গিয়ে তরিতরকারি কেনা।'
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: দাড়িপাল্লায় বউকে বসিয়ে মাপা হচ্ছে সোনার ইট দিয়ে! কনের ওজনের সমান সোনার ইট কি বিয়ের পণ? দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement