Viral Video: মাথার উপর আছড়ে পড়ছে ইরানের ব্যালেস্টিক মিসাইল, বাঙ্কারে নাচছেন নবদম্পতি, জেরুজালেমের ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video: মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ক্রিস্টিরা এবং শন গিবসন। দুজনেই ক্যাথলিক। ঠিক করেন, পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে বিয়ে করবেন।

জেরুজালেমের ভিডিও ভাইরাল
জেরুজালেমের ভিডিও ভাইরাল
জেরুজালেম: মাথার উপর আছড়ে পড়ছে ইরানের ব্যালেস্টিক মিসাইল। তাতে কী! জেরুজালেমের ভূগর্ভস্থ বাঙ্কারে শ্যাম্পেন হাতে নাচছেন নবদম্পতি। সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। মিসাইল হামলা তাঁদের আনন্দে ভাগ বসাতে পারেনি একচুলও।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ক্রিস্টিরা এবং শন গিবসন। দুজনেই ক্যাথলিক। ঠিক করেন, পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে বিয়ে করবেন। সেই মতো কলোরাডো থেকে উড়ে আসেন জেরুজালেমে। ওঠেন হোটেলে। কিন্তু বিয়ের কিছুক্ষণ আগেই হামলা চালায় ইরান। অগত্যা বাঙ্কারেই আংটি বদল।
advertisement
advertisement
ইতালির দৈনিক সংবাদপত্র ‘দ্য রিপাবলিকা’-তে ফলাও করা হয়েছে ছাপা হয়েছে এই খবর। তারা লিখেছে, ক্রিস্টিরা ও গিবসনের বিয়ে স্মরণীয় হয়ে থাকবে। এমনটা যে ঘটতে পারে নবদম্পতি বোধহয় স্বপ্নেও ভাবেননি।
ক্রিস্টিরা ও গিবসন লা রিপাবলিকা-কে বলেন, “এক বছর আগেই আমাদের জেরুজালেম আসার কথা ছিল। তারপর ৭ অক্টোবর হল। আমরাও বিয়ে পিছিয়ে দিলাম।“ নবদম্পতি যখন এই কথা বলছেন, আশপাশ থেকে তখন ইজরায়েলের আয়রন ডোমের ইরানের মিসাইল প্রতিহত করার শোঁ শোঁ শব্দ ভেসে আসছে। গিবসন সেদিকে আঙুল করে বলেন, “শুনতে পাচ্ছেন? আমাদের বিয়ে স্মরণীয় হয়ে থাকল।’’
advertisement
বিয়ের সাজে নবদম্পতির নাচের ছবিও ছেপেছে লা রিপাবলিকা। তাঁদের পাশে দাঁড়িয়ে রয়েছেন অতিথিরা। তাঁদের হাতেও শ্যাম্পেন। হাসিমুখে হাততালি দিচ্ছেন তাঁরা। উপরে যে মিসাইল পড়ছে দেখে কে বলবে! শৌল সাদকা নামের এক বাইবেল বিশেষজ্ঞ ভিডিওটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে। ২৪ ঘণ্টার মধ্যে ২.১ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। ক্যাপশনে, “আমাদের আনন্দে ভাগ বসানোর ক্ষমতা ইরানের নেই।“ নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরাও।
advertisement
মঙ্গলবার ইজরায়েলে মিসাইল হামলা করে ইরান। তবে তাতে কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে আইডিএফ। ওয়েস্ট ব্যাঙ্কের পশ্চিমেও বেশ কয়েকটি ইরানি মিসাইল আছড়ে পড়ে। ঘটনায় এক প্যালেস্তেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
ঘটনার পরই ইরানকে হুঁশিয়ারি দিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “তেহরান বড় ভুল করল। এর মাশুল দিতে হবে।’’ অন্য দিকে, এই হামলার পরিণতি ‘গুরুতর’ হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: মাথার উপর আছড়ে পড়ছে ইরানের ব্যালেস্টিক মিসাইল, বাঙ্কারে নাচছেন নবদম্পতি, জেরুজালেমের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement