Viral Picture: রাইস কুকারকে বিয়ে, আবার ডিভোর্সও! এই ব্যক্তির কাণ্ডকারখানায় চমকে উঠছে বিশ্ব...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ফেসবুকে সেই ছবি শেয়ারও করেছেন। আর সেই ছবি নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Picture)।
#জাকার্তা: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই কত কিছুই না ভাইরাল হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে কত ছবি ও ভিডিও নজর কাড়ে নেটিজেনের। আর সেগুলি পছন্দ হলেই একের পর এক শেয়ার ও কমেন্ট। আর তার পরেই ভাইরাল হয়ে যায় সেগুলি (Viral Picture)। সম্প্রতি এক ইন্দোনেশিয়ার বাসিন্দার কাণ্ডকারখানা শুনে চমকে উঠছেন বিশ্ববাসী। কেন জানেন? খইরুল আনম নামের এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন নিজের রাইস কুকারকে বিয়ে করে। একেবারে বিয়ের সাজ সেজে নিজের রাইস কুকারকে বিয়ে করেছেন ওই ব্যক্তি। ফেসবুকে সেই ছবি শেয়ারও করেছেন। আর সেই ছবি নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Picture)।
গত সপ্তাহে রাইস কুকারকে বিয়ে করার পর সেই সমস্ত ছবি ফেসবুকে পোস্ট করেছেন খইরুল। সাদা রঙের রাইস কুকারকে তিনি একটি সাদা ওড়না দিয়ে ঢেকে নিজের বউ সাজিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে রেজিস্টারের সামনে সেই রাইস কুকারকে বিয়ে করছেন খইরুল। এর পর বিয়ে সম্পন্ন হতেই নতুন বউকে চুমুও খাচ্ছেন তিনি। রাইস কুকারকে পাশে বসিয়েই বিয়ের কাগজে সই করেছেন খইরুল। ইন্দোনেশিয়ার এই ব্যক্তির কাণ্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন তুমুল চর্চার বিষয় হয়েছে (Viral Picture)।
advertisement
ছবিগুলি পোস্ট করে খইরুল লিখেছেন, 'ফর্সা, কথা শোনে, ভালোবাসে এবং ভালো রান্না করে'। অর্থাৎ, রাইস কুকারের এই গুণগুলির জন্যই খইরুল সেটিকে বিেয় করেছেন বলে দাবি তাঁর। খইরুলের এমন কাণ্ডকারখানা স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে নেটিজেনের। তাঁর ছবিতে বহু কমেন্ট ও লাইক পড়েছে। অনেকেই তাঁকে বিয়ের শুভেচ্ছাও জানিয়েছেন।
advertisement
কিন্তু দুঃখের বিষয় হল, চারদিনের মধ্যেই রাইস কুকারকে ডিভোর্স দিয়েছেন খইরুল। কারণ, রাইস কুকার শুধু রান্নাই করতে পারে। আর কোনও কাজই সে পারে না। একজন মানুষের মতো কখনওই হতে পারে না কোনও জড় বস্তু। আসলে, খইরুল আনম নামের ওই ব্যক্তি ইন্দোনেশিয়ার একজন জনপ্রিয় শিল্পী। সোশ্যাল মিডিয়ায় স্টান্ট করা এবং বিনোদনের জন্যই এমন কাজ করেছিলেন তিনি। বিয়ে ও ডিভোর্স সবই আসলে, সোশ্যাল মিডিয়ার নজর কাড়তেই করেছেন খইরুল।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2021 11:53 AM IST