Viral: বাড়ির দেওয়াল ভেঙে খেয়ে নেন এই মহিলা, ভয়ে পড়শিরাও ঢুকতে দেন না নিজেদের বাড়িতে

Last Updated:

Viral: অনেককেই দেখা যায় গোটা এক থালা খাবার খেয়ে নিতে। যা দেখে ভিরমি খান অনেকেই। এমন প্রচুর ফুডিও দেখা যায় সামাজিক মাধ্যমে

ভয়ে পড়শিরাও ঢুকতে দেন না নিজেদের বাড়িতে
ভয়ে পড়শিরাও ঢুকতে দেন না নিজেদের বাড়িতে
সোশ্যাল মিডিয়ায় আজকাল ফুড ভ্লগারের ছড়াছড়ি। দেশের আনাচেকানাচে বিভিন্ন ধরনের খাবার সম্পর্কে একাধিক তথ্য দিয়ে থাকেন তাঁরা। কোথাও স্বাস্থ্যকর খাবার, তো কোথাও বা তৈলাক্ত মশলাদার খাবার। আবার অনেককেই দেখা যায় গোটা এক থালা খাবার খেয়ে নিতে। যা দেখে ভিরমি খান অনেকেই। এমন প্রচুর ফুডিও দেখা যায় সামাজিক মাধ্যমে।
নানা ধরনের আজব খানাপিনার অভ্যাসও দেখা যায় তাঁদের মধ্যে। তবে কখনও কি আস্ত একটা বাড়ি খেয়ে নেওয়ার কথা শুনেছেন? অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু সত্যি। সে আবার কী। আসলে এক মহিলার সন্ধান মিলেছে, যিনি নিজের বাড়ির দেওয়ালের খড়ি তুলে খেয়ে নেন। শুধু তা-ই নয়, দিনে ৬ বার এটাই ওই মহিলার খাবার। আজ তাঁর গল্পই শুনে নেওয়া যাক।
advertisement
ওই মহিলার নাম নিকোল। মিশিগানের ডেট্রয়েটের বাসিন্দা তিনি। ২৮ বছর বয়সী যুবতী নিকোলের আজগুবি খানাপিনার প্রবণতার কথা প্রকাশ্যে এসেছে। সকলেই যেখানে চাইনিজ এবং ইতালিয়ান খাবার পছন্দ করেন, সেখানে এইসব নিকোলের একেবারেই না-পসন্দ। বরং তিনি নিজের বাড়ির দেওয়ালের অংশ ভেঙে ভেঙে খান।
advertisement
আর এভাবে নিজের বাড়ির সৌন্দর্য একেবারেই নষ্ট করে ফেলেছেন নিকোল। শুধু তা-ই নয়, চার দেওয়ালের বাইরেও নিকোল এইসবই খেয়ে থাকেন। ফলে তাঁর বন্ধুবান্ধব কিংবা আত্মীয়-পরিজনের বাড়ির হালও একই রকম হয়েছে। যার জেরে আজকাল পড়শিরা নিকোলকে নিজেদের বাড়িতে ঢুকতে দেন না।
advertisement
নিকোলের এই আজগুবি খানার অভ্যাস একেবারেই নতুন নয়। বরং বহু বছর ধরেই চলে আসছে তাঁর এই অদ্ভুত অভ্যাস। তাঁর জীবনের এই গল্প প্রথমবার সম্প্রচার করা হয় টিএলসি-তে। সেখানে নিকোল বলেন, আগে তিনি এমন ছিলেন না। একেবারেই স্বাভাবিক ছিলেন। আচমকা একদিন বাড়ির দেওয়ালের খড়ি উঠিয়ে খেয়েছিলেন। এরপর ধীরে ধীরে রীতিমতো নেশাগ্রস্ত হয়ে পড়েন। বছরের পর বছর ধরে খেতে থাকেন দেওয়ালের খড়ি। নিজের বাড়ির পাশাপাশি অন্যদের বাড়িতে গিয়েও দেওয়ালের খড়ি উঠিয়ে খেতে থাকেন নিকোল।
advertisement
আপাতদৃষ্টিতে বিষয়টা আজগুবি কিংবা হাস্যকর হলেও এর মধ্যেই লুকিয়ে রয়েছে বিপদ। কারণ নিকোলের এহেন আসক্তির জেরে তাঁর ক্যানসারের ঝুঁকি কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। যদিও সেটা নিজেও জানেন ওই যুবতী। তবে সেসবের পরোয়া করছেন না। নিকোল জানিয়েছেন, প্রথমে লজ্জার কারণে এই আসক্তির কথা অন্যদের থেকে লুকিয়ে রাখতেন। তবে এখন অনেকেই তাঁর এই আসক্তির কথা জেনে গিয়েছেন।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral: বাড়ির দেওয়াল ভেঙে খেয়ে নেন এই মহিলা, ভয়ে পড়শিরাও ঢুকতে দেন না নিজেদের বাড়িতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement