Viral News: আকাশে বেগুনি রঙের মেঘ ! চিলির এই ছবি দেখে অবাক গোটা বিশ্ব

Last Updated:

তবে আকাশে কেন বেগুনি রঙের মেঘ, তা নিয়ে অবশ্য রহস্য থেকেই গিয়েছে ৷ পোজো আলমন্তে শহরের কাছে একটি খনির কাছাকাছি জায়গাতেই আকাশে এই বেগুনি রঙের মেঘ দেখা গিয়েছে ৷

Image: @JeannetteQuim
Image: @JeannetteQuim
সান্তিয়াগো: আকাশে সাদা-কালো কত ধরনের মেঘই না দেখা যায় ৷ কিন্তু তাই বলে বেগুনি ! এমন মেঘ তো কেউ কখনও দেখেছেন, বলে শোনা যায়নি ৷ দক্ষিণ আমেরিকার দেশ চিলির আকাশে এমন মেঘের ছবিই সম্প্রতি ধরা পড়েছে ৷ যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেও খুব বেশি সময় লাগেনি ৷
এই দৃশ্য সত্যি অসামান্য ৷ এত গাঢ় বেগুনি রঙের মেঘ দেখে সবাই স্তম্ভিত ৷ চিলিক এক গ্রামের আকাশ জুড়ে এখন এই মেঘ নিয়েই এখন জোর চর্চা হচ্ছে ৷ পোজো আলমন্তে শহরের উপরে কিছু অংশ জুড়ে এমনই রঙিন মেঘ লক্ষ্য করেন স্থানীয়রা। স্থানীয় এক সংবাদমাধ্যমেই প্রথম এই মেঘের ছবি প্রকাশিত হয় ৷
advertisement
advertisement
তবে আকাশে কেন বেগুনি রঙের মেঘ, তা নিয়ে অবশ্য রহস্য থেকেই গিয়েছে ৷ পোজো আলমন্তে শহরের কাছে একটি খনির কাছাকাছি জায়গাতেই আকাশে এই বেগুনি রঙের মেঘ দেখা গিয়েছে ৷ পরিবেশ কর্মীরা মনে করছেন, খনির কোনও বুস্টার পাম্পের বিকল হওয়ার কারণে তার থেকে সৃষ্ট ধোঁয়ায় এই আস্তরণ তৈরি হতে পারে। তবে এর পিছনে প্রাকৃতিক কোনও কারণ আছে কি না। তা খতিয়ে দেখা হচ্ছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: আকাশে বেগুনি রঙের মেঘ ! চিলির এই ছবি দেখে অবাক গোটা বিশ্ব
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement