Viral News: 'বাবা আমায় ক্ষমা কোরো, আমি মরতে যাচ্ছি...', নিউ ইয়র্কে 'আত্মঘাতী' ভারতীয় মহিলা! সোশ্যাল মিডিয়া তোলপাড়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral News: মনদীপ কৌরের মৃত্যুর পর থেকে উত্তাল সোশ্যাল মিডিয়া। প্রবাসী ও ভারতীয় মহিলাদের উদ্যোগে ইতিমধ্যেই ট্যুইটারে শুরু হয়েছে ‘দ্য কৌর মুভমেন্ট’ (The Kaur Movement)।
#নিউ ইয়র্ক: স্বামী, শ্বশুর-শাশুড়ির 'বিপুল' চাহিদা মেটাতে পারেননি নিউ ইয়র্কে বসবাসকারী ভারতীয় তরুণী মনদীপ কৌর। অভিযোগ, স্বামী রণজোধবীর ও তাঁর পরিবারের দাবি না মেটানোর শাস্তিস্বরূপ বিয়ের পর টানা ৮ বছর ধরে মারধর সহ্য করতে হয়েছে মাত্র তিরিশের তরুণীকে। সেখানেই শেষ নয়, শেষপর্যন্ত অত্যাচার সহ্য করতে না পেরে দুই কন্যাসন্তানকে রেখে আত্মঘাতী হয়েছেন মনদীপ কৌর (Mandeep Kaur)। তবে মৃত্যুর আগে ভিডিও রেকর্ড করে মৃত্যুর কারণ জানিয়ে গিয়েছেন।
মনদীপ কৌর গত ৩ অগাস্ট অনলাইনে একটি ভিডিও পোস্ট করার পরে আত্মহত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে তাঁর পরিবারের তরফে। ওই ভিডিওতে মনদীপ তাঁর স্বামী রণজোধবীর সিং সান্ধুর দ্বারা বছরের পর বছর ধরে পারিবারিক নির্যাতনের কথা বলেন। শুধু তাই নয় মৃত্যুর কয়েক মুহূর্ত আগে, কৌর একটি ভিডিও প্রকাশ করে দীর্ঘসময় যে নির্যাতনের মুখোমুখি তাঁকে হতে হয়েছিল তার বিস্তারিত বিবরণ বর্ণনা করেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আট বছর হয়ে গেল আমি এখন আর এই প্রতিদিনের মারধর সহ্য করতে পারছি না... বাবা, আমাকে ক্ষমা কোরো। আমি মরতে যাচ্ছি"। এভাবেই মৃত্যুর আগে ভিডিও রেকর্ড করে মৃত্যুর কারণ জানিয়ে গিয়েছেন।
advertisement
advertisement
মনদীপ কৌরের মৃত্যুর পর থেকে উত্তাল সোশ্যাল মিডিয়া। প্রবাসে থাকা ভারতীয় মহিলা, যাদের উপর এধরনের অত্যাচার হয়, তাদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই ট্যুইটারে শুরু হয়েছে ‘দ্য কৌর মুভমেন্ট’ (The Kaur Movement)। নেটিজেনদের দাবি, সুবিচার পাক মনদীপ ও তার দুই মেয়ে। প্রসঙ্গত, মনদীপ রেখে গিয়েছেন তাঁর দুই কন্যা সন্তানকে যাদের বয়স যথাক্রমে ৪ ও ৬ বছর। সোশ্যাল মিডিয়াতে মনদীপের দুই কন্যা সন্তানকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।
advertisement
২০১৫ সালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনৌর জেলার রণজোধবীরের সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মনদীপ। আমেরিকায় ট্রাক চালাতেন রণজোধবীর। বিয়ের পর আমেরিকাতেই সংসার পাতেন মনদীপ। ছিলেন শ্বশুর-শাশুড়িও। সেখানেই রণজোধবীর এবং তাঁর পরিবারের মুখোশ খুলে যায়। ভিডিওতে মনদীপ জানিয়েছেন, তিনদিনের জন্য মনদীপকে অপহরণ করেছিল রণজোধবীর। সেই খবর পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছিল মনদীপের পরিবারের সদস্যরা। এরপর কার্যত হাতে পায়ে ধরে সেই অভিযোগ থেকে রেহাই পায় রণজোধবীর।
advertisement
এই ভিডিওতে মনদীপ জানিয়েছেন, “আমার মৃত্যুর জন্য শ্বশুরবাড়ির সদস্য এবং স্বামী দায়ী। ওরা আমাকে বাঁচতে দিল না। ৮ বছর ধরে প্রতিদিন আমাকে মারঘর করা হয়েছে।” তাঁর কথায়, “তবু সব ভুলে আমি নিউ ইয়র্কে চলে এসেছিলাম। নতুন করে সব শুরু করেছিলাম। কিন্তু কোনও কারণ ছাড়াই ও আমাকে মারত। নেশা করে থাকুক আর না থাকুক তাও গায়ে হাত তুলত। আর পারছি না।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2022 6:54 PM IST