পায়ে চোট, চিকিৎসার জন্য নিজেই ডাক্তারখানায় দৌঁড়ে গেল সারমেয় ! দেখুন ভিডিও--
Last Updated:
#ইস্তানবুল: সারমেয়... নিজের মুখে মনের কথা বলতে পারে না ঠিকই, কিন্তু মানুষের থেকে কম বুঝদার, কম আবেগপ্রবন বা কম সংবেদনশীল নয়। বরং খানিকটা বেশিই! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও আরেকবার তা প্রমাণ করল...
ভিডিওটি তোলা হয়েছে ইস্তানবুলের একটি ওষুধের দোকানে। একটি কুকুর পায়ে চোট পেয়েছিল। আশপাশের কাউকে বিব্রত না করে সে সোজাই পৌঁছিয়ে যায় ওষুধের দোকানে, ডাক্তারের কাছে।
ভিডিওটিতে দেখা যায়, কুকুরের পায়ের পাতায় দগদগে ক্ষত, দাঁড়িয়ে রয়েছে ওষুধের দোকানের দরজার সামনে। চোখেমুখে স্পষ্ট...সে সাহায্যপ্রার্থী। তাকে দেখে এগিয়ে যান দোকানের মালকিন বানু সেনেজেজ। কুকুরটি ঠিক বুঝতে পারে মহিলা তার উপকার করতে চায়। সে নির্ভয়ে বেনোর হাতের পাতায় তার পা তুলে দেয়। তার পা থেকে গলগল করে রক্ত বেরচ্ছে। বোনো যত্নসহকারে সেই ক্ষত পরিস্কার করেন, ওষুধ লাগিয়ে দেন। খাবার, জলও দেন কুকুরটিকে। ব্যথার উপশম হলে মাটিতেই গা এলিয়ে দেয় কুকুরটি। বানু নিজেই ট্যুইটারে এই অভিজ্ঞতা শেয়ার করেন। মুহূর্তে ভাইরাল। ভিউ হয়েছে ১২ লাখেরও বেশি।
advertisement
advertisement
দেখুন ভিডিও--
Senin o kimden yardım isteyeceğini bilen aklına,güzelliğine,usluluğuna kurban olurum.patisi kanamış,eczaneye girip patisini uzattı,yarasını gösterdi bana. pic.twitter.com/MUYE9yFM6j
— Badores (@badores) June 20, 2019
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 25, 2019 8:18 PM IST