ত্রিনিদাদে ‘হোলি’-তে মাতলেন বোল্ট !
Last Updated:
ডিজের তালে উদ্দাম নাচ। ত্রিনিদাদে রঙিন উসেইন বোল্টের কার্নিভাল পার্টি।
#ত্রিনিদাদ: গোটা গায়ে রং। বিভিন্ন যুবতীর বাহুডোর। ডিজের তালে উদ্দাম নাচ। ত্রিনিদাদে রঙিন উসেইন বোল্টের কার্নিভাল পার্টি।
কে বলবে দোল ১২ তারিখ। তার আগেই রং ছড়িয়ে দিলেন উইসেন বোল্ট। লাতিন আমেরিকা ভাসছে কার্নিভালের জোয়ারে। সেই আনন্দে গা ভাসিয়ে উদ্দাম পৃথিবীর দ্রুততম মানব। তাঁর স্ট্রিট পার্টির ছবি পোস্ট হতেই ভাইরাল।
গত সপ্তাহে বান্ধবীদের নিয়েই ত্রিনিদাদে আসেন জামাইকান কিং। মাটি ছোঁয়ার আগেই প্রাইভেট জেটে তাঁর পার্টি খবর হয়েছে। আর এই কার্নিভাল যেন আরও ওয়াল্ডই। ‘লাইক আ বস’...., মাইকেল জ্যাকসনের এই গানেই বান্ধবীদের নিয়ে মেতেছিলেন বোল্ট। ওয়াকিবহাল মহল বলছে, উদ্দামতায় তিনি ছাপিয়ে গিয়েছেন আর এক জামাইকান ক্রিস গেইলকে। পরে বোল্ট জানিয়েছেন, এই একটা উৎসবে তিনি সবসময় ভেসে যান। তাই এই কার্নিভাল কোনও ব্যতিক্রম নয়। নতুনত্ব বডি পেন্ট। যা দোলের আগেই রং ছড়িয়ে দিল।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2017 6:17 PM IST