২৬ বছর বয়সে মহিলা জানলেন বাবা-মা আসলে তাঁর 'অপহরণকারী', তার পর?
- Published by:Raima Chakraborty
Last Updated:
যে বাবা-মায়ের কাছে এতদিন ছিলেন তাঁরা আসলে জন্ম দেননি এবং তাঁর পুরো জীবনটাই একটা মিথ্যা সম্পর্কের উপর দাঁড়িয়েছিল।
#ওয়াশিংটন: একদিন যদি ঘুম থেকে জেগে উঠে আচমকাই জানতে পারেন, যে পরিবারে আপনি বড় হয়ে উঠছেন আদতে তাঁরা আপনার অপহরণকারী, তবে কেমন প্রতিক্রিয়া হবে? শুনতে উদ্ভট লাগলেও এমনই একটি ঘটনা ঘটেছে আমেরিকার এক মহিলার সঙ্গে।
সম্প্রতি ৪২ বছর বয়সি ওই মহিলা একটি TikTok ভিডিওর মাধ্যমে জানান যে, ২৬ বছর বয়সে তিনি জানতে পারেন, যে বাবা-মায়ের কাছে এতদিন ছিলেন তাঁরা আসলে জন্ম দেননি এবং তাঁর পুরো জীবনটাই একটা মিথ্যা সম্পর্কের উপর দাঁড়িয়েছিল। TikTok-এর ভিডিওতে ওই মহিলা আরও বলেন যে, তিনি কী ভাবে জানলেন যে তাঁকে অপহরণ করা হয়েছিল। ভিডিওয় তিনি বলেছেন যে তাঁর বাবা-মা তাঁর জন্মদাতা মা-বাবা নন এবং এখন তিনি খোঁজারচেষ্টা করছেন তাঁর আসল পরিবারকে।
advertisement
তিনি বলেন "আমি ধরে নিয়েছিলাম যে আমার জৈবিক মাকে খোঁজার দ্রুততম উপায় হল তাঁর অপরাধমূলক রেকর্ড সন্ধান করা।" এর পর তিনি যে শহরে জন্মেছিলেন সেখানকার পুলিশের দ্বারস্থ হন এবং তাঁর গল্প শুনে পুলিশও আগ্রহী হয়েছিল। তবে এই তদন্তের পর রেকর্ড অনুযায়ী একটি নতুন ঘটনা সামনে আসে যে, আসলে ওই মহিলার নামে একটি নিখোঁজ ডায়েরি করা ছিল। এছাড়াও তাঁর জন্মদাত্রী মায়ের নামে কোনও ক্রিমিনাল রেকর্ড ছিল না এটাও পরিস্কার হয়। যদিও পরে তিনি জানতে পেরেছিলেন যে তাঁর জৈবিক মা তাঁকে পালিত পরিবারের কাছে বিক্রি করেছিলেন এবং সকলের কাছে ঘটনাটিকে অপহরণ হিসাবে বর্ণনা করেছিলেন। তবে, তাঁর জৈবিক ঠাকুরমা তাঁর সম্পর্কে একটি নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন।
advertisement
advertisement
অন্যদিকে আবার ওই মহিলার পালিত পরিবার তাঁকে বলেন যে একজন পাগল মায়ের কাছ থেকে শিশুটিকে রক্ষা করেছেন তাঁরা। যদিও অপহৃত না হলেও ওই মার্কিন মহিলাটি মনে করতেন, অপহরণকারীদের কাছে মানুষ হয়েছেন তিনি। মহিলাটি আরও বলেন যে তিনি ওই দম্পতির সঙ্গে এমন একটি মিথ্যা সম্পর্কের মধ্যে বসবাস করেছিলেন যা তাঁর কাছ থেকে তাঁর জীবনের অনেকগুলি বছর কেড়ে নেয়। যখন তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছিল, ওই পালিত বাবা-মা তাঁকে জানিয়েছিলেন যে তিনি তাদের জৈবিক সন্তান নন। এর পরই তিনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তখন থেকেই ‘অপহরণকারীদের’ সঙ্গে যোগাযোগ রাখেননি।
advertisement
এর পর মহিলাটি একটি প্রাইভেট তদন্তকারী দলের সহায়তায় ২০০৬ সালে তাঁর জন্মদাত্রী মায়ের সঙ্গে দেখা করেন। বহু অনুসন্ধানের পর আসল মায়ের সঙ্গে দেখা হলেও সেই সাক্ষাৎ সুখকর হয়নি। বুধবার, তিনি একটি আপডেট পোস্ট করে জানিয়েছিলেন যে তাঁর জৈবিক বাবা - যাঁর সম্পর্কে তিনি কিছুই জানেন না, তিনি তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং আপাতত সব ভালোই চলছে!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2021 12:18 PM IST