রুশ কূটনীতিক ও রাশিয়ার সংস্থার ওপর আমেরিকার ‘নিষেধজ্ঞা’ !
Last Updated:
রাশিয়াকে নজিরবিহীন শাস্তি দিল আমেরিকা ৷ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় নাক গোলানোয় ও বিভিন্ন সাইটের মাধ্যমে
#ওয়াশিংটন: রাশিয়াকে নজিরবিহীন শাস্তি দিল আমেরিকা ৷ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় নাক গোলানোয় ও বিভিন্ন সাইটের মাধ্যমে কারচুপি করা অভিযোগে নিশেধজ্ঞা জারি করলেন বারাক ওবামা ৷ হোয়াইট হাইজ ছেড়ে জাওয়ার আগে রুশ সামরিক গুপ্তচর সংস্থা জি আর ইউ এব এফ এস বি-র সঙ্গে যুক্ত ৯ সংস্থার ওপর নিষেধজ্ঞা জারি করলেন ওবামা ৷ শুধু তা নয়, ৭২ ঘণ্টার মধ্যে ৩৫ জন রুশ কূটনীতিককে আমেরিকার মাটি ছেড়ে যাওয়ার নির্দেশও দিলেন তিনি ৷ তালা ঝোলানো হচ্ছে নিউ ইয়র্ক ও মেরিল্যান্ডে রাশিয়া সরকারের দুই ভবনেও।
ওবামার এই নির্দেশের তীব্র নিন্দা করেছে মস্কো ৷ কড়া প্রতিবাদ করে আমেরিকাকে হুশিয়ারও করা হয়েছে ৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কথা, ‘আমেরিকার এই সিদ্ধান্ত রুশ-মার্কিন মৈত্রী চুক্তিতে অবশ্যই প্রভাব ফেলবে ৷’
তবে সঙ্গে রাশিয়ার কৃটনৈতিকদের আশা, ওবামার পরে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মসনদে এসে বসলে, এই ধরণের সিদ্ধান্ত নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা হবে ৷ তখন কিছুটা হলেও বরফ গলবে মার্কিন ও রুশ সম্পর্কের ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2016 10:40 AM IST