গত ২৪ ঘণ্টায় আমেরিকায় সংক্রমিত ৬৬ হাজারের বেশি, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৮ লক্ষ ছাড়াল

Last Updated:

আমেরিকায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৭৭৭ জনের।

#ওয়াশিংটন: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৮ লক্ষ ৪২ হাজার ১১২। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৭ হাজার ৬৫৩। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪ লক্ষ ৭৮ হাজার ১৯০ জন। আর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৬ লক্ষ ৮২ হাজার ৮৭৪, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার ৪৮৫।
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আমেরিকায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬,৫২৮ জন। এই বৃদ্ধির জেরে সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩২ লক্ষ ৪৫ হাজার ৯২৫। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৭৭৭ জনের। গত ৪-৫ দিন ধরে প্রতিদিন ৬০ হাজারের উপরে বেশি মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন।
advertisement
আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৩৯ হাজার ৮৫০ জন, মৃত্যু হয়েছে ৭১ হাজার ৪৬৯ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ৮ লক্ষ ২০ হাজার ৯১৬ আর মৃতের সংখ্যা ২২ হাজার ১২৩ জন। আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৭ লক্ষ ১৯ হাজার ৮৮৯ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১১ হাজার ১৮৮ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে পেরু। সেখানে মোট ৩ লক্ষ ২২ হাজার ৭১০ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৮২ জনের।
advertisement
advertisement
আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে চিলি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১২ হাজার ২৯ জন, মৃতের সংখ্যা ৬,৮৮১। মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৫ হাজার ২৬৮ জন, মৃতের সংখ্যা ৩৪,৭৩০। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেনে। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৮৮৩ জন, আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯০ হাজার ৫০২।
বাংলা খবর/ খবর/বিদেশ/
গত ২৪ ঘণ্টায় আমেরিকায় সংক্রমিত ৬৬ হাজারের বেশি, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৮ লক্ষ ছাড়াল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement