আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান, পরমাণু অস্ত্র প্রয়োগ নিয়ে পাক মন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা

Last Updated:

পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। এবার, পরমাণু অস্ত্র প্রয়োগ নিয়ে অবিবেচকের মতো মন্তব্যের জেরে পাকিস্তানের কঠোর সমালোচনা করল মার্কিন যুক্তরাষ্ট্র।

#নিউইয়র্ক: পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। এবার, পরমাণু অস্ত্র প্রয়োগ নিয়ে অবিবেচকের মতো মন্তব্যের জেরে পাকিস্তানের কঠোর সমালোচনা করল মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সরাসরি বার্তা, আণবিক শক্তিসম্পন্ন দেশগুলিকে নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন হতে হয়। সীমান্ত পেরিয়ে ভিন্ন দেশে সন্ত্রাসের জন্যও পাকিস্তানকে দুষেছে যুক্তরাষ্ট্র। চাপে পড়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ পাকিস্তান। দু’দেশের মধ্যস্থতা করার বার্তা দিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব।
‘শোকেসে সাজানোর জন্য আণবিক বোমা তৈরি করিনি’ পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফের এই মন্তব্যে চটেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তা মার্ক টোনারের মন্তব্য, ‘সংযম দেখাক পাকিস্তান। পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশগুলিকে অনেক বেশি দায়িত্বশীল হতে হয়। তার আণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সম্পর্কে সচেতন হতে হয়। আমি সরাসরি পাক প্রশাসনকেই বলছি। তারা শান্তি বজায় রাখুক। উরি হামলা সহ সীমান্ত পেরিয়ে জঙ্গি নাশকতা নিয়ে বারবার আমরা উদ্বেগ প্রকাশ করেছি। লস্কর এ তইবা, জইশ ই মহম্মদ বা হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক পাকিস্তান।’
advertisement
এমন বন্ধুহীন অবস্থায় এবার রাষ্ট্রসংঘের সাহায্য চেয়ে বসেছে পাকিস্তান। যদিও, সেখানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা উড়িয়ে দিয়েছে ইসলামাবাদের প্রতিনিধিরা। ভারত-পাক পারদ চড়ছে দেখে কাশ্মীর সহ নানা বিষয় নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা চালানোর প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন। তাঁর দফতর থেকে জানানো হয়েছে, ‘ভারত-পাক উত্তেজনার জেরে রাষ্ট্রসংঘের মহাসচিব উদ্বিগ্ন। ১৮ সেপ্টেম্বর উরিতে হামলা ও বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনে উত্তেজনা ছড়িয়েছে। আরও বেশি সংযম দেখানো উচিত। দু’দেশ চাইলে বান কি মুন নিজে মধ্যস্থতা করতে পারেন। কাশ্মীর সহ নানা বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক আলোচনা হতে পারে।’
advertisement
advertisement
ইসলামাবাদের কাঁধ থেকে একে একে হাত সরিয়েছে প্রতিবেশীরা। পাশে নেই কোনও কূটনৈতিক বন্ধুই। এমন পরিস্থিতিতে, কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক করে বাজিমাত করতে চাইছে ইসলামাবাদ। যদিও, তৃতীয় কোনওপক্ষের মধ্যস্থতা মানতে নারাজ ভারত ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান, পরমাণু অস্ত্র প্রয়োগ নিয়ে পাক মন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement