Barak Obama Called Kamala Harris: অবশেষে এল সেই বহু কাঙ্ক্ষিত ফোন কল! কমলা হ্যারিসকে পূর্ণ সমর্থন বারাক-মিশেলের, এবার সোজা ফাইনাল

Last Updated:

সম্প্রতি নিজের ‘X’ হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন কমলা হ্যারিস৷ সেখানে দেখা যাচ্ছে, তাঁকে ফোন করেছেন বারাক ওবামা৷ সঙ্গে রয়েছেন বারাক পত্নী মিশেলও৷ সেই ফোন কলে বারাক ওবামাকে বলতে শোনা গেল, ‘‘মিশেল এবং আমি তোমায় পূর্ণ সমর্থন করছি এবং এই নির্বাচনে তোমাকে ওভাল অফিস পর্যন্ত পৌঁছে দিতে আমাদের তরফে যতদূর করা সম্ভব হবে আমরা তা করব৷ এটা জানানোর জন্যই এই ফোন করা৷’’

আমেরিকা: অবশেষে এল বহু কাঙ্ক্ষিত সেই ফোন৷ আমেরিকার ওভাল অফিসের দৌড়ে কমলা হ্যারিসকে পূর্ণ সমর্থন জানানোর জন্য ফোন করলেন বারাক এবং মিশেল ওবামা৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং প্রাক্তন ফার্স্ট লেডির ফোন কল পেয়ে দলের অন্দরের টানাপড়েন অবশেষে গুছিয়ে নিতে পারলেন কমলা৷ এখন শুধু ফাইনাল খেলার পালা৷ কমলা হ্যারিসের পোস্টেও রইল সেই ইঙ্গিত৷
সম্প্রতি নিজের ‘X’ হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন কমলা হ্যারিস৷ সেখানে দেখা যাচ্ছে, তাঁকে ফোন করেছেন বারাক ওবামা৷ সঙ্গে রয়েছেন বারাক পত্নী মিশেলও৷ সেই ফোন কলে বারাক ওবামাকে বলতে শোনা গেল, ‘‘মিশেল এবং আমি তোমায় পূর্ণ সমর্থন করছি এবং এই নির্বাচনে তোমাকে ওভাল অফিস পর্যন্ত পৌঁছে দিতে আমাদের তরফে যতদূর করা সম্ভব হবে আমরা তা করব৷ এটা জানানোর জন্যই এই ফোন করা৷’’
advertisement
আরও পড়ুন: অলিম্পিক্স উদ্বোধনের আগে ফ্রান্সে বড়সড় নাশকতা! বিপর্যস্ত রেল পরিষেবা
অন্যদিকে, আমেরিকার প্রাক্তন ফার্স্টলেডি মিশেল ওবামা বলেন, ‘‘আমরা তোমাকে নিয়ে অত্যন্ত গর্বিত৷ এটা একটা ঐতিহাসিক জয় হতে চলেছে৷’’
advertisement
ফোন পেয়ে দৃশ্যতই খুশি কমলা হ্যারিস দু’জনকেই ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘এটা (বারাক-মিশেলের সমর্থন) যে আমার কাছে কতটা তা বলে বোঝাতে পারব না৷’’
advertisement
অন্য একটি পোস্টেও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে মিশেল ওবামা লিখেছেন, ‘‘কমলা, তোমাকে নিয়ে যে আমরা কতখানি গর্বিত! ওঁর পজিটিভিটি, সেন্স অফ হিউমর, সারা দেশের মানুষের জীবনে নতুন আশার আলো নিয়ে আসার জন্য বারাক এবং আমি ওঁকে ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে সমর্থন করছি৷ কমলা, আমরা তোমার সাথে আছি।’’
advertisement
আরও পড়ুন: মিলল না পুলিশের অনুমতি! বাতিল শুভেন্দু অধিকারীর কর্মসূচি, আদালতে যাওয়ার হুঁশিয়ারি নেতার
গত সপ্তাহ নাগাদই আমেরিকার বর্তমান ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দেন, চলতি বছরের নভেম্বরে হতে চলা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না৷ কিন্তু, এখানেই বিষয়টি শেষ হয়নি৷ বিদায় জানানোর আগে তিনি জনসমক্ষে জানিয়ে গিয়েছিলেন তাঁর পছন্দের পরবর্তী উত্তরসূরির নামও৷ তিনি হলেন আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস৷
advertisement
ডোনাল্ড ট্রাম্পের মতো রিপাবলিকান প্রার্থীর সঙ্গে সম্মুখ সমরে নামার জন্য কমলা হ্যারিসের নেতৃত্বেই ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গিয়েছিলেন জো বাইডেন৷ বলেছিলেন, ‘‘২০২০ সালে যখন আমি প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিই, তখনই আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে কমলা হ্যারিসকে বেছে নিয়েছিলাম৷ আমার মনে হয়, এটাই আমার নেওয়া সবচেয়ে ভাল সিদ্ধান্ত৷ আজ, এবছরের প্রার্থী হিসাবে আমি কমলাকে আমার পূর্ণ সমর্থন জানাতে চাই৷’’
advertisement
কিন্তু, ভারতীয় বংশোদ্ভূত কমলার জন্য দলের অন্দরের লড়াইটা খুব একটা সহজ ছিল না৷ কারণ, আমেরিকার বিভিন্ন জনমত সমীক্ষায় ডোমোক্র্যাট প্রার্থী হিসাবে সবচেয়ে পছন্দের প্রার্থী হিসাবে নাম উঠে আসছিল বারাক ওবামা পত্নী মিশেল ওবামার৷ জো বাইডেনের হোয়াইট হাউসের দৌড়ে না থাকার সিদ্ধান্তের প্রশংসা করলেও সেই সময় কমলা হ্যারিসের প্রার্থী হওয়ার বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি বারাক ওবামাকে৷ তাই নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছিল টানাপড়েন৷
advertisement
অবশেষে সেই টানাপড়েনে পড়ল ইতি৷ ইতি টানলেন খোদ বারাক এবং মিশেল ওবামা৷ আগামী ১৯ অগাস্ট শিকাগোয় দ্য ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি কনভেনশন শুরু হওয়ার কথা৷ সেখানেই সম্ভবত দলগতভাবে ইন্দো-আফ্রিকান বংশোদ্ভূত কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে ঘোষণা করবে ডেমোক্র্যাট৷ নির্বাচনে জয়ী হলে কমলা যে শুধুমাত্র আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হবেন তা-ই নয়, হবেন প্রথম ব্ল্যাক মহিলা প্রেসিডেন্ট৷ যা আমেরিকার রাজনীতিতে ইতিহাস হয়ে থাকবে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Barak Obama Called Kamala Harris: অবশেষে এল সেই বহু কাঙ্ক্ষিত ফোন কল! কমলা হ্যারিসকে পূর্ণ সমর্থন বারাক-মিশেলের, এবার সোজা ফাইনাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement