US Elections 2024: ভোটদান শুরু আমেরিকায়, শেষ হাসি কার? ফল জানতে লেগে যেতে পারে বেশ কয়েক দিন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রচার পর্বে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়েননি৷ রাজনৈতিক বিশ্লেষকরাও তাই জোর গলায় বলতে পারছেন না, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্প না কি হ্যারিস, কে এগিয়ে৷
ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস? আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শেষ হাসি হাসবেন কে? বিশ্ব জোড়া এই কৌতূহলের মধ্যেই ভোটদান শুরু হল আমেরিকায়৷ আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টায় (ভারতীয় সময় বিকেল সাড়়ে চারটে) থেকে শুরু হয়েছে ভোটদান৷ আমেরিকার নিউ হ্যাম্পশায়ার রাজ্যে প্রথম ভোটদান শুরু হয়েছে৷
আমেরিকা যেহেতু আলাদা আলাদা টাইম জোনে বিভক্ত, তাই দেশের পূর্ব প্রান্তের আটটি রাজ্যে প্রথমে ভোটদান শুরু হয়েছে৷ এই আটটি রাজ্যের মধ্যে রয়েছে নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, নিউ জার্সির মতো রাজ্য৷
advertisement
এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে রিপাবলিক্যান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট কমলা হ্যারিসের মধ্যে তুল্যমূল্য লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল৷ তবে আমেরিকার ৮ কোটিরও বেশি মানুষ ইতিমধ্যেই আগাম ভোটদান ব্যবস্থার সুবিধা নিজেদের মতামত জানিয়ে দিয়েছেন৷
advertisement
ভোটের প্রচার পর্বে ইতিমধ্যেই দু বার ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলা হয়েছে৷ আবার আচমকা নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়ে কমলা হ্যারিসকে সামনের সারিতে এগিয়ে দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন৷
প্রচার পর্বে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়েননি৷ রাজনৈতিক বিশ্লেষকরাও তাই জোর গলায় বলতে পারছেন না, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্প না কি হ্যারিস, কে এগিয়ে৷
advertisement
মনে করা হচ্ছে, মূলত সাতটি রাজ্যের ফলাফলই প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ের ফলাফল নির্ধারণ করে দিতে পারে৷ এই সাতটি রাজ্য হল অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া এবং উইসকনসিন৷ তবে লড়াই যদি খুব হাড্ডাহাড্ডি হয়, সেক্ষেত্রে ভোটের চূড়ান্ত ফলাফল জানতে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে বলেও মনে করা হচ্ছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2024 7:17 PM IST