স্যালাডের বক্স খুলতেই লাফিয়ে উঠল জ্যান্ত ব্যাঙ !
Last Updated:
রাতে খাবার খেতে যাওয়ার সময় লেটুসের প্যাকেট খুলে দেখতে পান জীবিত ব্যাঙ
ভেজালের যুগে সবাই ঝুঁকছে তাজা ও রাসায়নিকবিহীন খাদ্যের দিকে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের উত্তর শোর এলাকার একটি পরিবার স্যালাডের বক্সে একটি জ্যান্ত ব্যাঙ পায়। এই গা শিরশিরে অভিজ্ঞতা টুইটারে শেয়ার করেন এক নারী।
উত্তর শোর এলাকার অ্যালেন একটি দোকান থেকে এক বক্স লেটুস কেনেন। রাতে খাবার খেতে যাওয়ার সময় লেটুসের প্যাকেট খুলে দেখতে পান জীবিত ব্যাঙ । ব্যাঙটি দেখামাত্রই তিনি তাঁর ফোন বের করে ভিডিও করেন। পরে তিনি সেই ভিডিওটি শেয়ারও করেন ট্যুইটারে। আর সঙ্গে সঙ্গে সেতি ভাইরাল হয় সয়াল মিডিয়ায়, বেশ কিছু প্রতিক্রিয়াও পান তিনি।
advertisement
bon appetit! nothin like salad with a side of live frog @SimpleTruth4U pic.twitter.com/KG9bPjotZ9
— Karlie Allen (@kkarliea) August 14, 2019
advertisement
‘সালাদের সঙ্গে বিনামূল্যে পোষা প্রাণী’ টুইটারে মজা করে প্রতিক্রিয়া লিখেছেন একজন। আরেকজন লিখেছেন, ‘খুব বাজে। বেচারা ব্যাঙও পরিস্থিতির শিকার। আশা করি, একে অবমুক্ত করে দেওয়ার মতো জায়গা আপনার ছিল।’
advertisement
‘আমি জানি না ব্যাঙ কেন সবার কাছে কদাকার! তুমি রাসায়নিকবিহীন খাদ্য কিনেছ। এটিই প্রকৃতি। অন্তত ব্যাঙটি জীবিত ছিল। ক্ষুদ্র প্রাণীটিকে মুক্ত করে দাও। তারপর তোমার হাত ধুয়ে নাও,’ লিখেছেন আরেক টুইটার ব্যবহারকারী।
Free pet with every salad. haha — Uhhh (@Buffy85837089) August 18, 2019
advertisement
That's Protein. Look on the bright side of life.
— LittleJackieWright (@gottago808) August 18, 2019
Well, that right there is guaranteed organic freshness! That’s exactly what you might find if you grew it in your own garden. Place the frog outside, wash the lettuce and enjoy your fresh organic salad! Too bad the media has to put the fear mongering spin on it. — Geomining Chicago (@XYO_Chicago_Pi) August 18, 2019
advertisement
This is incredibly. I’m sorry I must be a bad person but also please save the frog. She’s travelled a very long way and survived against all odds.
— I’m Reading the Lines (@waxingcrecent) August 17, 2019
টুইটারে সাড়া ফেলা এ ভিডিও চোখ এড়ায়নি সবজি সরবরাহকারী প্রতিষ্ঠানটিরও। পেশাদারত্বের পরিচয় দিয়ে তাঁরা অ্যালেনের টুইটের উত্তরে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি সমস্যা সমাধানে তাঁদের টুইটারে ফলো করারও অনুরোধ জানান।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2019 2:53 PM IST