আমেরিকায় জরুরি ক্ষেত্রে অনুমোদিত হল মডার্নার ভ্যাকসিন
- Published by:Simli Dasgupta
- news18 bangla
Last Updated:
এক সপ্তাহ আগে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন পেয়েছে৷ এরপরই দ্বিতীয় ভ্যাকসিনটি অনুমোদনের সুসংবাদ এলো৷
#ওয়াশিংটন: করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে আমেরিকায় অনুমোদন পেল ফার্মা জায়ান্ট মডার্নার তৈরি ভ্যাকসিন। এক সপ্তাহ আগে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন পেয়েছে৷ এরপরই দ্বিতীয় ভ্যাকসিনটি অনুমোদনের সুসংবাদ এলো৷
মার্কিন ওষুধ নিয়ণ্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)- এর একটি উপদেষ্টা প্যানেল বৃহস্পতিবার ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করে। এরপর শুক্রবার এফডিএ ভ্যাকসিনটি প্রয়োগ করার অনুমোদন দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র তরফ থেকে এ খবর জানা গেছে৷
প্রসঙ্গত, করোনাভাইরাস অতিমারির প্রকোপে আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গিয়েছে আমেরিকা৷ এই সপ্তাহের শুরুতে আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়োছে তিন লাখেরও বেশি।
advertisement
advertisement
বৃহস্পতিবার বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা ২০-০ ভোটে মডার্নার ভ্যাকসিনকে অনুমোদনের সুপারিশ করেছেন। তাদের মতে, ১৮ ও এর চেয়ে বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি নিরাপদ। গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের পর এখন তা প্রয়োগ চলছে।
এর আগে জানানো হয়, মডার্নার ভ্যাকসিন ৯৪ শতাংশ নিরাপদ ও কার্যকর৷ । আমেরিকা তাই এই কোম্পানির সঙ্গে ২০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। এরপর এফডিএ’র অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে ৬০ লাখ ডোজ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
advertisement
মডার্নার ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর বেজায় খুশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ট্যুইটারে তিনি অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, প্রকাশ্যে ভ্যাকসিন নিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী কারেন পেন্স৷ ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন নিলেন তাঁরা। ভ্যাকসিন নিতে সকলকে উৎসাহিত এই উদ্যোগ নেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2020 12:05 PM IST