US Citizenship Donald Trump: ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে কী বলল আদালত? বিরাট খবর জানুন

Last Updated:

US Citizenship Donald Trump: ৪টি ডেমোক্র্যাট শাসিত রাজ্য, ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয় এবং ওরেগন, ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করে।

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
ওয়াশিংটন: বড়সড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের কুর্সিতে বসেই জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল আদালত। বিচারক জানিয়ে দিলেন, এই আদেশ “পুরোপুরি অসাংবিধানিক।” ৪টি ডেমোক্র্যাট শাসিত রাজ্য, ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয় এবং ওরেগন, ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করে। শুনানির পর ট্রাম্পের নির্দেশের উপর সাময়িক স্থগিতাদেশ জারি করেন সিয়াটলের ইউএস ডিস্ট্রিক্ট জজ জন কফেনৌর। ফলে আপাতত নতুন আইন লাগু করতে পারবে না ট্রাম্প সরকার।
উল্লেখ্য, ট্রাম্পের স্বাক্ষরিত একজিকিউটিভ অর্ডারে বলা হয়েছিল, আমেরিকায় জন্ম নেওয়া কোনও শিশুর মা-বাবার কেউ যদি মার্কিন নাগরিক বা আমেরিকার বৈধ স্থায়ী বাসিন্দা না হন, তাহলে সেই শিশু মার্কিন নাগরিক হতে পারবেন না। রাজ্যগুলির যুক্তি ছিল, ট্রাম্পের নির্দেশ মার্কিন সংবিধানের ১৪ তম সংশোধনীর সম্পূর্ণ উল্টো। এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে তাঁকে মার্কিন নাগরিক বলে ধরা হবে। তাই ট্রাম্পের নির্দেশ নাগরিকত্বের অধিকার আইন লঙ্ঘন করেছে।
advertisement
আরও পড়ুন: উইকেন্ডে ঝড়জল-বৃষ্টির পূর্বাভাস, ২৬ জানুয়ারি কেমন থাকবে আবহাওয়া? ওয়েদারের বড় আপডেট
শুনানিতে মার্কিন বিচারবিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেন বিচারক। তিনি বলেন, “এটা একেবারে অবিশ্বাস্য। বুঝতে পারছি না, কীভাবে কোনও আইনজীবী এই আইনকে সাংবিধানিক বলতে পারেন।” এখানেই থামেননি বিচারক। একজিকিউটিভ অর্ডারকে “একেবারে অযৌক্তিক” বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, “চার দশকেরও বেশি সময় ধরে বিচারকের দায়িত্ব সামলাচ্ছি। কিন্তু এমন কোনও মামলার কথা মনে করতে পারছি না, যেখানে প্রশ্ন এত স্পষ্ট ছিল। একেবারে অযৌক্তিক আদেশ।”
advertisement
advertisement
আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের সরস্বতী পুজোর ছুটি কবে? রবি না সোম? না জানলে বিপদে পড়বেন!
আদালতে উপস্থিতি অন্যান্য বিচারকদের সামনেই স্থগিতাদেশের নির্দেশ জারি করেন বিচারক জন কফেনৌর। তবে আপাতত ১৪ দিনের জন্য স্থগিতাদেশ জারি করা হয়েছে। এটাকে স্থায়ী নিষেধাজ্ঞায় বদলানো হবে কি না, তা খতিয়ে দেখবেন বিচারক। এই নিয়ে ৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ট্রাম্পের আদেশ অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারির পরে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা কোনও শিশু, যাঁর মা বা বাবা আমেরিকান নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা নন, তাঁদেরকে ডিপোর্ট করা হবে। তাঁরা কোনও সরকারি সুযোগসুবিধা পাবেন না। সামাজিক নিরাপত্তা নম্বরও নিয়ে নেওয়া হবে। বৈধভাবে কাজের সুযোগও মিলবে না।
advertisement
তবে মার্কিন সরকারের আইনজীবী ব্রেট শুমেটের দাবি, ট্রাম্পের পদক্ষেপ সাংবিধানিক। যাঁরা এতে বাধা দেবেন তাঁরা “অত্যন্ত অযোগ্য”। তবে দু’পক্ষের যুক্তি এবং পাল্টা যুক্তির মধ্যেই কফেনৌর জানিয়ে দেন, তিনি ট্রাম্পের আদেশ্র উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
US Citizenship Donald Trump: ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে কী বলল আদালত? বিরাট খবর জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement