কাঠমাণ্ডুতে ভেঙে পড়ল বাংলাদেশের যাত্রীবাহী বিমান ! মৃত ৫০
Last Updated:
কাঠমাণ্ডুতে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান ! ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (TIA) ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল সোমবার ৷
#কাঠমাণ্ডু: কাঠমাণ্ডুতে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান ! ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (TIA) ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল সোমবার ৷ ভেঙে পড়ল বাংলাদেশের যাত্রীবাহী বিমান ৷ অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমান ৷ বিমানের ভিতর থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ সবমিলিয়ে দুর্ঘটনায় ৫০ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর ৷ যাত্রীদের মধ্যে ৩৩ জন নেপালি এবং ৩৮ জন বাংলাদেশি ছিলেন ৷ পাশাপাশি ৪ জন বিমানকর্মীও ছিলেন বলেও জানা গিয়েছে ৷
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের যুগ্ম-সচিব সুরেশ আচার্য্য জানান, ২০ জন আহত যাত্রীকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঢাকা থেকে ৬৭ জন যাত্রীকে নিয়ে এদিন কাঠমাণ্ডু যাচ্ছিল বাংলাদেশের বিমান সংস্থা ইউএস বাংলার ৭৮ আসনের ওই বিমান ৷ দুপুর ২.২০ মিনিট নাগাদ কাঠমাণ্ডু বিমানবন্দরের সামনে রানওয়ের কাছে একটি ফুটবল মাঠে ভেঙে পড়ে বিমানটি ৷ TIA-র উদ্ধারকারী দল এবং নেপালের সেনাবাহিনী দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্যে নামে ৷
advertisement
advertisement
Location :
First Published :
March 12, 2018 3:21 PM IST