লেগিংস পরায় বিমানে উঠতে বাধা দুই তরুণীকে

Last Updated:

লেগিংস পরে থাকায় আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্সে দু’জন তরুণীকে উঠতে দেওয়া হয়নি ৷

#ডেনভার: লেগিংস পরায় বিমানে উঠতে বাধা ৷ লেগিংস পরে থাকায় আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্সে দু’জন তরুণীকে উঠতে দেওয়া হয়নি ৷ রবিবার সকালে ডেনভার থেকে মিনেপোলিসের বিমানে ঘটনাটি ঘটেছে ৷ বিমানে ওঠার সময় এক বিমানকর্মী দুই তরুণীকে জানায় যে লেগিংস পরে বিমানে যাত্রা করা যাবে না ৷ তাদের পাশাপাশি আরও একজন লেগিংস পরেছিলেন ৷ কিন্তু তার কাছে অতিরিক্ত পোশাক থাকায় তিনি সেটি পরে নেন ৷ এবং তাকে বিমানে উঠতে দেওয়া হয় ৷ কিন্তু বাকি দু’জনের কাছে অতিরিক্ত পোশাক না থাকায় তাদের ফিরিয়ে দেয় বিমানকর্মীর ৷
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ঘটনার সাক্ষী ছিলেন শ্যানন ওয়াটস নামের আর এক মহিলা যাত্রী। তিনি বিষয়টি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ৷
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর থেকেই তা ভাইরাল হয়ে গিয়েছে ৷ অনেকেই এর তীব্র নিন্দা করেছেন ৷ তবে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে যে ওই দুই তরুণী যে টিকিট কেটেছিলেন তাতে ড্রেস কোড বলে দেওয়া দিয়েছিল ৷ তাই তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি ৷
advertisement
advertisement
ট্যুইটারে এই বিষয়ে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ওই দুই তরুণী ইউনাইটেড এয়ারলাইন্সের কর্মী পাস নিয়ে বিমানে উঠছিলেন। ওই পাস থাকলে সঠিক পোশাক পরতে হয় ৷ সাধারণ যাত্রীদের যে কোনও জামা–কাপড় পরতে পারেন ৷ তাতে আমাদের কোনও অসুবিধা নেই ৷ কিন্তু সংস্থার কর্মীদের ক্ষেত্রে কিছু নিয়ম আছে ৷ এবম সেটা তাদের মেনে চলতেই হবে ৷ তবে লেগিংস কেন পরা যাবে না তা এখনও স্পষ্ট করে বলা হয়নি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
লেগিংস পরায় বিমানে উঠতে বাধা দুই তরুণীকে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement