কিয়েভ: রুশ আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে ছুটছেন ইউক্রেনবাসী৷(War in Ukraine) গত কয়েক দিন ধরে এটাই চেনা ছবি যুদ্ধ ধ্বস্ত ইউক্রেনের৷ যাঁদের পোষ্য আছে, তাঁদের কাছে বাঁচার লড়াই আরও কঠিন৷ কারণ তাঁরা নিজেদের থেকেও উদ্বিগ্ন পোষ্যদের নিয়ে৷
আকাশপথে হামলা (Russia Ukraine war) থেকে পোষ্যদের বাঁচাতে তাঁরা আশ্রয় নিচ্ছেন সাবওয়ে স্টেশনে৷ এই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷ সেখানে সকলের একটাই কথা৷ জীবন যায় যাক, পোষ্যকে ছেড়ে যাব না৷
ভারতীয় ছাত্র ঋষভ কৌশিকের ভিডিও বার্তা তো ইতিমধ্যেই ভাইরাল৷ আদতে দেহরাদূনের ছেলে ঋষভ গত তিন বছর ধরে ইউক্রেনে ডাক্তারি পড়ছেন৷ ভিডিও শেয়ার করে জানিয়েছেন পোষ্য মালিবু-কে ছাড়া তিনি কিছুতেই বাড়ি ছেড়ে যাবেন না৷
আরও পড়ুন : চুলে স্পা করানোর আগে এ গুলি মনে রাখুন, নইলে কিন্তু হিতে বিপরীত
ঋষভের ইউক্রেন ছেড়ে যাওয়ার বন্দোবস্ত হয়ে গিয়েছে৷ কিন্তু বাধা দেখা দিয়েছে সারমেয় মালিবুর জন্য৷ তাকে নিয়ে দেশ ছাড়ার উপায় নেই আপাতত৷ তাই ঋষভ জানিয়েছেন তিনিও ইউক্রেন ছেড়ে যাবেন না৷ গত ২৬ ফেব্রুয়ারি ভিডিও শেয়ার করে এই বার্তা দেন তিনি৷
A place is made up of so many tiny stories. And each one is big. The cat cafe is open because the owners say - there are 20 cats here to feed. “This is our life”. They will not leave. pic.twitter.com/jZDKHZPINi
— Erin Burnett (@ErinBurnett) February 25, 2022
আরও পড়ুন : সদ্যোজাতকে স্তন্যপান করাচ্ছেন? স্তনে এই লক্ষণগুলি দেখা দিলেই ভয়ঙ্কর সংক্রমণ থেকে সতর্ক হোন
সাংবাদিক এরিন ব্রুনেটের বার্তাও মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের৷ ভিভ শহরে তিনি একটি ক্যাট কাফেো চালান৷ জানিয়েছেন, তিনি ভিভে থেকে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন৷ কারণ ২০ টি পালিত বিড়ালের দেখভালের দায়িত্ব আছে তাঁর উপর৷
View this post on Instagram
আরও পড়ুন : চার মেয়ের মুখে খাবার তুলে দিতে মায়ের লড়াইকে কুর্নিশ নেটিজেনদের
পশুপ্রেমী বিভিন্ন সংস্থা আর্জি জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জীবজন্তুদেরও রক্ষা করা হোক৷
ইতিমধ্যে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়ার মতো দেশগুলি ইউক্রেনীয়দের তাঁদের পোষ্যদের আনার অনুমতি দিয়েছেন৷ এমনকী, প্রয়োজনীয় ভেটেরিনারি পেপারওয়ার্ক ছাড়াই এই অনুমতি দেওয়া হচ্ছে৷ পশু অধিকার রক্ষা কমিটিগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Russia Ukraine Crisis, Russia Ukraine War, Ukraine war