Hero মা! ছয় সন্তানের মায়ের দুরন্ত লড়াই, রুশ সৈনিকদের সঙ্গে তুমুল লড়াই করে বাঁচালেন সহযোদ্ধাদের

Last Updated:

ইউক্রেন -রাশিয়া যুদ্ধ (Ukraine Russia War) এখনও অবধি কয়েক শ সেনা এবং বহু সাধারণ মানুষ মারা গিয়েছেন৷

the woman soldier of ukraine who saved the lives of others the countrymen
the woman soldier of ukraine who saved the lives of others the countrymen
#নয়াদিল্লি: ইউক্রেন -রাশিয়া যুদ্ধ (Ukraine Russia War) এখনও অবধি কয়েক শ সেনা এবং বহু সাধারণ মানুষ মারা গিয়েছেন৷ ইউক্রেনের ৪৮ বছরের এক মহিলা সৈনিক ওলগা  সেমিডিয়ানোভা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে শহিদ হয়েছেন৷ ইউক্রেনের দোনেৎস্ক এলাকার ওলগা নিজের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করেছেন৷ তিনি মারা যাওয়ার আগে সহযোদ্ধাদের প্রাণও বাঁচিয়েছেন৷
দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শদাতা অ্যান্টন গেরশেঞ্চেকো ওলাগার সাহসের উদাহরণ দিয়েছেন৷ তিনি রুশ সেনাদের সঙ্গে লড়াই করতে করতে শহিদ হন৷ ইউক্রেনের মানুষ তাঁকে ‘হিরো মম’- অর্থাৎ নায়ক মা - বলে ডাকছেন৷ মিররে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ি অ্যান্টন জানিয়েছেন ওলগাকে তাঁরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন৷ তিনি বলেছেন অন্তিম সময় অবধি দেশের জন্য লড়াই করেছেন তিনি দেশের হিরো৷ তিনি আরও জানিয়েছেন ওলগা শেষদিন অবধি তাঁর কাছে হিরো থাকবেন৷
advertisement
advertisement
হিরো মাদারের সম্মান
ওলগা ৬ টি অনাথ বাচ্চাকে দত্তক নিয়েছিলেন৷ তাঁকে মাদার হিরোইনের সম্মানে সম্মানিত করা হয়েছে৷ ইউক্রেনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়৷ যে মায়েরা খুবই কৃতী তাঁদেরকে৷ এই অ্যাওয়ার্ড তাঁদেরকে দেওয়া হয় যাঁর পাঁচের থেকে বেশি সন্তানের মা হন৷ তাঁর পালিত সন্তানদের মধ্যে জুলিয়া বলেছেন, ‘‘আমার মা সৈনিকদের বাঁচিয়েছে , আমাদের কাছে ওই জায়গায় ছবি রয়েছে, যেখানে আমাদের মায়ের মৃত্যু হয়৷ কিন্তু এত লড়াই হচ্ছে যে আমরা এখনও নিজেদের মাকে কবরস্থ করতে পারিনি৷ ’’
advertisement
রাশিয়ার ট্যাঙ্ক বয়স্কদেরও ছাড়ছে না
ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধে সাধারণ মানুষদেরও নিশানা করেছে রাশিয়ার সৈনিকরা৷ যুদ্ধের বিভিন্ন ভয়াবহ ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে৷ যাতে যুদ্ধের ভয়াবহতা দেখা গিয়েছে৷ এইরকমই একটা ভিডিও সামনে এসেছে৷ যা খুবই দুঃখজনক৷সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ার ট্যাঙ্কের সামনে আসা এক ইউক্রেনের বৃদ্ধকে একদম চেপে দিয়ে বেরিয়ে গেছে৷ একে মানুষ হত্যা করা মনে করেছেন৷ আন্তর্জাতিক কোর্টে দ্য হেগ এই মামলা পাঠানো হয়েছে৷ সেখান এই সংক্রান্ত ছবি ও ভিডিও পাঠানো হয়েছে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Hero মা! ছয় সন্তানের মায়ের দুরন্ত লড়াই, রুশ সৈনিকদের সঙ্গে তুমুল লড়াই করে বাঁচালেন সহযোদ্ধাদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement