Hero মা! ছয় সন্তানের মায়ের দুরন্ত লড়াই, রুশ সৈনিকদের সঙ্গে তুমুল লড়াই করে বাঁচালেন সহযোদ্ধাদের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ইউক্রেন -রাশিয়া যুদ্ধ (Ukraine Russia War) এখনও অবধি কয়েক শ সেনা এবং বহু সাধারণ মানুষ মারা গিয়েছেন৷
#নয়াদিল্লি: ইউক্রেন -রাশিয়া যুদ্ধ (Ukraine Russia War) এখনও অবধি কয়েক শ সেনা এবং বহু সাধারণ মানুষ মারা গিয়েছেন৷ ইউক্রেনের ৪৮ বছরের এক মহিলা সৈনিক ওলগা সেমিডিয়ানোভা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে শহিদ হয়েছেন৷ ইউক্রেনের দোনেৎস্ক এলাকার ওলগা নিজের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করেছেন৷ তিনি মারা যাওয়ার আগে সহযোদ্ধাদের প্রাণও বাঁচিয়েছেন৷
দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শদাতা অ্যান্টন গেরশেঞ্চেকো ওলাগার সাহসের উদাহরণ দিয়েছেন৷ তিনি রুশ সেনাদের সঙ্গে লড়াই করতে করতে শহিদ হন৷ ইউক্রেনের মানুষ তাঁকে ‘হিরো মম’- অর্থাৎ নায়ক মা - বলে ডাকছেন৷ মিররে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ি অ্যান্টন জানিয়েছেন ওলগাকে তাঁরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন৷ তিনি বলেছেন অন্তিম সময় অবধি দেশের জন্য লড়াই করেছেন তিনি দেশের হিরো৷ তিনি আরও জানিয়েছেন ওলগা শেষদিন অবধি তাঁর কাছে হিরো থাকবেন৷
advertisement
আরও পড়ুন - Holi In Vrindavan: হাজার হাজার ভক্ত হাজির, বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের হোলির রঙিন ভিডিও
advertisement
হিরো মাদারের সম্মান
ওলগা ৬ টি অনাথ বাচ্চাকে দত্তক নিয়েছিলেন৷ তাঁকে মাদার হিরোইনের সম্মানে সম্মানিত করা হয়েছে৷ ইউক্রেনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়৷ যে মায়েরা খুবই কৃতী তাঁদেরকে৷ এই অ্যাওয়ার্ড তাঁদেরকে দেওয়া হয় যাঁর পাঁচের থেকে বেশি সন্তানের মা হন৷ তাঁর পালিত সন্তানদের মধ্যে জুলিয়া বলেছেন, ‘‘আমার মা সৈনিকদের বাঁচিয়েছে , আমাদের কাছে ওই জায়গায় ছবি রয়েছে, যেখানে আমাদের মায়ের মৃত্যু হয়৷ কিন্তু এত লড়াই হচ্ছে যে আমরা এখনও নিজেদের মাকে কবরস্থ করতে পারিনি৷ ’’
advertisement
রাশিয়ার ট্যাঙ্ক বয়স্কদেরও ছাড়ছে না
ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধে সাধারণ মানুষদেরও নিশানা করেছে রাশিয়ার সৈনিকরা৷ যুদ্ধের বিভিন্ন ভয়াবহ ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে৷ যাতে যুদ্ধের ভয়াবহতা দেখা গিয়েছে৷ এইরকমই একটা ভিডিও সামনে এসেছে৷ যা খুবই দুঃখজনক৷সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ার ট্যাঙ্কের সামনে আসা এক ইউক্রেনের বৃদ্ধকে একদম চেপে দিয়ে বেরিয়ে গেছে৷ একে মানুষ হত্যা করা মনে করেছেন৷ আন্তর্জাতিক কোর্টে দ্য হেগ এই মামলা পাঠানো হয়েছে৷ সেখান এই সংক্রান্ত ছবি ও ভিডিও পাঠানো হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2022 4:00 PM IST