Modi Putin Jinping Meeting: রবিবারই চিনে পুতিন- জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ! তার আগে কার ফোন পেলেন মোদি?

Last Updated:

এসসিও সম্মলনে যোগ দিতে সাত বছর পর আজই চিনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

রবিবার চিনে পুতিন, জিনপিংয়ের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে মোদি৷
রবিবার চিনে পুতিন, জিনপিংয়ের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে মোদি৷
চিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমর জেলেনস্কির সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সমাজমাধ্যমে মোদি নিজেই একথা জানিয়েছেন৷ একই সঙ্গে জেলেনস্কিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, রাশিয়া সহ অন্যান্য দেশের নেতৃত্বকে যথাযথ সঙ্কেত দিতে প্রস্তুত রয়েছে ভারত৷
এসসিও সম্মলনে যোগ দিতে সাত বছর পর আজই চিনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামিকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বিভিন্ন দেশের উপরে বিপুল শুল্কের বোঝা চাপানোর পর এই ত্রিপাক্ষিক বৈঠকের দিকে গোটা বিশ্ব আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে৷
advertisement
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ফোন করার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কিকে ধন্যবাদ জানাই৷ চলতে থাকা সংঘাত, তার মানবিক দৃষ্টিকোণ এবং এই সংঘাতে ইতি টেনে পুনরায় শান্তি প্রতিষ্ঠা করা যায়, তা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে৷ সেই লক্ষ্যে যে কোনও প্রয়াসে ভারতের পূর্ণ সমর্থন থাকবে৷
advertisement
শনিবার জেলেনস্কি মোদিকে জানিয়েছেন, ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সামনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি জানিয়েছেন যে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেন তৈরি৷
advertisement
ইউক্রেনের প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইউক্রেনে যুদ্ধে বলি যাঁরা হয়েছেন তাঁদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জানানোর জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই৷ এসসিও বৈঠকের আগে আমরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছি৷ অবিলম্বে সংঘর্ষবিরতির মাধ্যমে এই যুদ্ধে ইতি টানার প্রচেষ্টা শুরু করা উচিত৷ এই অবস্থানকে প্রত্যেকেই সমর্থন জানাবে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Modi Putin Jinping Meeting: রবিবারই চিনে পুতিন- জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ! তার আগে কার ফোন পেলেন মোদি?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement