১২ তলার ব্যালকনি থেকে পড়ে গেল ২ বছরের খুদে, হিরোর মতো লুফে নিলেন ডেলিভারি বয়!

Last Updated:

১২ তলা একটি বাড়ির ব্যালকনি থেকে নীচে পড়ে যাচ্ছিল ২ বছরের ওই শিশুটি । ঠিক সে সময়ই একটি ট্রাকে করে ওই এলাকায় মাল ডেলিভারি করতে এসেছিলেন এক ডেলিভারি বয় ।

#হানোই: বাংলায় প্রবাদই রয়েছে ‘রাখে হরি মারে কে’ । এই ঘটনা আবারও সেই প্রবাদের সত্যতা প্রমাণ করল । মৃত্যুর একেবারে দোরগোড়ায় গিয়েও বেঁচে ফিরে এল বছর দুয়ের ওই ছোট্ট শিশুকন্যা । ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের হানোই শহরে ।
সম্প্রতি গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । সেই হাড়হিম করা ভিডিও দেখে চোখ কপালে ওঠার জোগাড় নেটিজেনদের । ১২ তলা একটি বাড়ির ব্যালকনি থেকে নীচে পড়ে যাচ্ছিল ২ বছরের ওই শিশুটি । ঠিক সে সময়ই একটি ট্রাকে করে ওই এলাকায় মাল ডেলিভারি করতে এসেছিলেন এক ডেলিভারি বয় । হঠাৎই তিনি উপরে তাকিয়ে দেখতে পান একটি শিশু ব্যালকনি থেকে ঝুলছে । তিনি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আসেন । আর ঠিক সে সময়ই হাত ফসকে যায় শিশুটির । নীচে পড়তে শুরু করে সে । কিন্তু ভাগ্য ভাল থাকলে তাকে রক্ষা করেন স্বয়ং ঈশ্বর । ঠিক সময় ওই ডেলিভারি বয় শিশুটিকে লুফে নেন । সামান্য আঘাত ছাড়া শিশুটির আর কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে ।
advertisement
advertisement
advertisement
বছর একত্রিশের ওই যুবক জানান, গাড়ির মধ্যে থেকেই একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলেন তিনি । তাই দ্রুত গাড়ি থেকে নেমে আসেন । কিন্তু আশেপাশে কোনও বাচ্চা ছিল না । এই সময় তিনি বুঝতে পারেন, শব্দটা উপর থেকে আসছে । উপরে তাকিয়ে দেন একটি শিশু সেখানে ঝুলছে । এরপরেই তিনি মনস্থির করে নেন, যে ভাবে হোক শিশুটিকে বাঁচাতে হবে । সৌভাগ্যক্রমে সেই বাচ্চাটি তাঁরই হাতে এসে পড়ে ।
advertisement
শিশুটিকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে । এখনও তার ভয় কাটেনি । তাঁর শুশ্রূষা চলছে । আর ওই ডেলিভারি বয় মুহূর্তে বাস্তবের হিরো হয়ে উঠেছেন সকলের কাছে ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
১২ তলার ব্যালকনি থেকে পড়ে গেল ২ বছরের খুদে, হিরোর মতো লুফে নিলেন ডেলিভারি বয়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement