Tsunami Alert: শুধু জাপান নয়, আরও দুই দেশে একসঙ্গে জারি সুনামি সতর্কতা

Last Updated:

Tsunami Alert: শুধুমাত্র জাপান নয় রাশিয়ার এবং উত্তর কোরিয়ার কিছু অংশেও সুনামি সতর্কতা জারি হয়েছে বলে জানা যাচ্ছে

দুই দেশে একসঙ্গে জারি সুনামি সতর্কতা
দুই দেশে একসঙ্গে জারি সুনামি সতর্কতা
টোকিও: বছরের প্রথম দিনই একের পর এক দুর্যোগ। এদিন জাপানের ৭.৪ মাত্রার বড়সড় ভূমিকম্প হয়। তারপরেই সুনামি সতর্কতা জারি হয়েছে জাপানে। জানা গিয়েছে, জাপানের সমুদ্র তীরবর্তী শহরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে। তবে শুধুমাত্র জাপান নয়, রাশিয়ার এবং উত্তর কোরিয়ার কিছু অংশেও সুনামি সতর্কতা জারি হয়েছে বলে জানা যাচ্ছে।
রাশিয়ার সমুদ্র তীরবর্তী অংশ ভ্লাদিভোস্টক এবং নাখোদকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে রাশিয়ার সাখালিন দ্বীপের পশ্চিমতটেও সুনামির অ্যালার্টা জারি হয়েছে। অন্যদিকে, উত্তর কোরিয়াও সুনামি সতর্কতা জারি করেছে। দেশের পূর্ব প্রান্তের সমুদ্র লাগোয়া শহরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিন জাপানে ৭.৪ মাত্রার প্রবল ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি নোটো, ইশিকাওয়াতে আঘাত হানে। সোমবারের ভূমিকম্পের কারণে ইশিকাওয়াতে তাৎক্ষণিক সুনামির সতর্কতা জারি করা হয়।
advertisement
advertisement
দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী টোকিও ও কান্তো অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। জাপানি পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-এর মতে, সুনামির সতর্কতার পর ৫ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের উপকূলীয় এলাকা ছেড়ে ভবনের শীর্ষে বা উঁচু ভূমিতে সরে যেতে বলা হয়েছে।
advertisement
এনএইচকে-এর মতে, ইশিকাওয়ার ওয়াজিমা শহরের উপকূলে ১ মিটারেরও বেশি উঁচু ঢেউ আসতে শুরু করেছে ইতিমধ্যে। এখনও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। ইয়ামাগাটা এবং হায়োগো সুনামি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ২০১১ সালের তোহোকুতে ভয়ঙ্কর ভূমিকম্প হয়। তারপর সেখানে সুনামিও আছড়ে পড়ে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Tsunami Alert: শুধু জাপান নয়, আরও দুই দেশে একসঙ্গে জারি সুনামি সতর্কতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement