Trump Putin Talk: পুতিনকে ফোন করলেন ট্রাম্প! রুশ প্রেসিডেন্টের কাছে চাইলেন ইউক্রেনীয় সেনাদের ‘প্রাণভিক্ষা’, কী উত্তর দিল মস্কো?

Last Updated:

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভাল আলোচনা হয়েছে। মস্কো এই অনুরোধকে সহানুভূতির দৃষ্টিতে দেখছে। শুধু তাই নয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার ‘খুব ভাল সম্ভাবনা’ রয়েছে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

News18
News18
আমেরিকা: ইউক্রেনীয় সেনাদের ‘প্রাণভিক্ষা’ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন তিনি। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। তখনই পুতিনের কাছে ইউক্রেনীয় সেনাদের প্রাণে না মারার অনুরোধ জানান ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভাল আলোচনা হয়েছে। মস্কো এই অনুরোধকে সহানুভূতির দৃষ্টিতে দেখছে। শুধু তাই নয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার ‘খুব ভাল সম্ভাবনা’ রয়েছে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর কথায়, “গতকাল রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা হল। খুব ভাল আলোচনা হয়েছে। খুব শিগগিরই এই ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হতে পারে।’’
advertisement
আরও প়ড়ুন: টিটাগড়ে কুপিয়ে খুনের ঘটনায় হাসপাতালে ভাঙচুর, কড়া পদক্ষেপ! খুনে অভিযুক্তদের তোলা হল আদালতে
advertisement
এরপর ট্রাম্প যোগ করেন, “এই সময় রুশ সেনা হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে রেখেছে। তাদের পরিস্থিতি খুব খারাপ। বিপজ্জনকভাবে দিন কাটছে। ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প আরও লিখেছেন, “প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছি যেন তাঁদের জীবন রক্ষা করা হয়। নাহলে ভয়ঙ্কর গণহত্যা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা আর দেখা যায়নি। ঈশ্বর তাঁদের সবাইকে রক্ষা করুন।’’
advertisement
ট্রাম্পের অনুরোধের পরই পুতিন ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানান। রাশিয়ার টেলিভিশন ভাষণে পুতিন বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধ সহানুভূতির সঙ্গে দেখছি। অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করলে কোনও ক্ষতি হবে না। সম্মানজনক আচরণ করা হবে।“ পাশাপাশি ইউক্রেনের নেতাদের উদ্দেশ্যে পুতিন বলেন, “সৈন্যদের আত্মসমপর্ণের নির্দেশ দিন।’’
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবেও রাজি পুতিন। তবে তিনি কিছু শর্ত দিয়েছেন। পুতিন বলেছেন, “আমরা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি। কিন্তু তাতে যেন স্থায়ী শান্তি আসে। সংকটের মূল কারণগুলোর সমাধান হয়।“ তবে ইউক্রেন যুদ্ধবিরতি নাও মানতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন পুতিন। তিনি মনে করেন, সাময়িক বিরতির সুযোগ নিয়ে জেলেনস্কি নতুন করে সেনা সাজাতে পারে।
advertisement
পুতিনের প্রশ্ন, “২০০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্রের সবদিক কীভাবে সামলাবেন? রুশ সেনারা যুদ্ধক্ষেত্রের প্রায় সর্বত্র এগিয়ে রয়েছে। ইউক্রেনীয় সেনাদের ঘেরাও করার উপযুক্ত পরিস্থিতিও রয়েছে। তাহলে এই ৩০ দিনের মধ্যে কী এমন ঘটবে?’’
advertisement
পাল্টা পুতিনের নিন্দা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনেস্কি। তাঁর দাবি, পুতিনের যুদ্ধ থামানোর ইচ্ছা নেই। তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান। জেলেনেস্কির কথায়, “দুঃখজনক বিষয় হল, ২৪ ঘণ্টা কেটে গেলেও পুতিন এখনও কোনও সদর্থক জবাব দেননি। এ থেকে প্রমাণ হয়, রাশিয়া শান্তি চায় না, যুদ্ধ চালিয়ে যেতে চায়।’’
বাংলা খবর/ খবর/বিদেশ/
Trump Putin Talk: পুতিনকে ফোন করলেন ট্রাম্প! রুশ প্রেসিডেন্টের কাছে চাইলেন ইউক্রেনীয় সেনাদের ‘প্রাণভিক্ষা’, কী উত্তর দিল মস্কো?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement