বাঙালি টেলি অভিনেত্রীকে চাকায় পিষে খুন করার চেষ্টা! গ্রেফতার ট্রাকচালক
Last Updated:
#ঢাকা: টেলিভিশন অভিনেত্রী অহনার গাড়িতে ধাক্কা ও পরে তাঁকে আহত করার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক ও হেল্পারতে আটক করেছে পুলিশ ৷ গত শুক্রবার ও শনিবার সকালে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ৷
ঠিক কী অভিযোগ তাদের বিরুদ্ধে ?
পুলিশ জানিয়েছে, গত ৯ জানুয়ারি পিসতুতো বোনকে নিয়ে প্রাইভেট কারে করে উত্তরায় নিজের বাড়ির দিকে রওনা দেন অহনা ৷ উত্তরার কাবাব ফ্যাক্টরি থেকে কিছুটা সামনে ৭ নম্বর সেক্টরের পূর্ব মাথায় এলে একটি বেপরোয়া গতির পাথর বোঝাই ট্রাক তার প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। গাড়িটির বেশ ক্ষতি হয়। এ সময় অহনা নিজের কারের ক্ষতিপূরণের দাবি করে চালককে ট্রাক থেকে নামতে বলেন। চলে তর্ক-বিতর্ক। এর মধ্যেই ইচ্ছা করে ফের তাঁর গাড়িটিকে ধাক্কা দেয় চালক। এতে ক্ষুব্ধ হয়ে অহনা চালকের দরজায় উঠে তাকে নামতে জোর করেন। চালক তার কথা পরোয়া না করে ট্রাক চালাতে থাকেন। অহনা তখন চালকের জানালা ধরে ঝুলতে থাকেন। ট্রাকটি উত্তরা ৭ নম্বর থেকে ১২ নম্বর সেক্টরের গিয়ে অহনাকে ফেলে দিতে জোরে বাঁক নেয়। কিন্তু সামলাতে না পেরে ট্রাকটি বাম দিকে উল্টে যায়। এসময় রাস্তায় থাকা পাথরের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন অহনা। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
advertisement
advertisement
অন্যদিকে, ঘটনাস্থলেই ট্রাকটি ফেলে পালিয়ে যান ওই ট্রাকচালক ৷ এ ঘটনায় অহনার বোন লিজা বাদী হয়ে ওইদিনই উত্তরা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে ট্রাক মালিকের পক্ষ থেকে অহনা ও তাঁর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছেন বলে জানান তিনি। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই অভিনেত্রী ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2019 4:57 PM IST