Train Shaking In Bangkok Earthquake: রাস্তায় ভয়ানক সব চিৎকার, সন্তান বুকে করে দৌড়চ্ছে , আতঙ্ক চরমে উঠল যখন ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেন থরথর করে দুলে উঠল, রইল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Train Shaking In Myanmar Earthquake: ট্রেন দুলছে দমদম করে, আতঙ্কে প্রাণভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার...
Train Shaking In Myanmar Earthquake: মায়ানমারে রিখটার স্কেল ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর একের পর এক ধ্বংসের ছবি সামনে আসছে৷ একাধিক বাড়ি ভাঙার ঘটনার ভিডিও এমনভাবে সামনে আসছে যাতে মনে হচ্ছে সেগুলি ধুলো-বালি দিয়ে বানানো খেলনা বাড়ি৷ সন্ধ্যা বেলা পর্যন্ত একের পর এক ভূমিকম্পের ধাক্কা কাঁপিয়ে দিচ্ছে৷
পরপর ৭টি ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৭.৭, ৭.০, ৫.০, ৪.৯, ৪.৪, ৪.৩, ৪.৩৷ একের পর এক ভূমিকম্পের ধাক্কায় আতঙ্কের মাত্রা কমছেই না৷ মায়ানমারের একাধিক ভূমিকম্পের ধাক্কায় ব্যাঙ্ককেও চরম আতঙ্ক৷ ব্যাঙ্ককে জারি এমার্জেন্সি অ্যালার্ট৷ ঘটনার পর স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনাবেচা বন্ধ হয়ে যায়৷

advertisement
advertisement
ব্যাংককে একাধিক মর্মান্তিক ভিডিও সামনে আসার পর যে ভিডিও আতঙ্ক ধরিয়ে দিচ্ছে তা হল একটি ট্রেন যা রেল লাইনে দাঁড়িয়েছিল তা থরথর করে কাঁপছে৷
দেখে নিন আতঙ্কের সেই ভাইরাল ভিডিও
🚨🗞️Wild scenes in Bangkok: Train sways like a pendulum as a 7.7 magnitude earthquake hits Myanmar, sending shockwaves through Thailand. Nature’s power unleashed! #Earthquake #Bangkok #Myanmar pic.twitter.com/drZhvN0eug
— NewsDaily🪖🚨🪖 (@XNews24_7) March 28, 2025
advertisement
The scene at the Government Complex train station during the tremors in Bangkok, caused by the Myanmar earthquake.
Vid via @MunchkinCat28#Thailand #Bangkok #แผ่นดินไหว #Earthquakes #Tremors pic.twitter.com/cR3A3JrIbN
— Thai Enquirer (@ThaiEnquirer) March 28, 2025
advertisement
ভূমিকম্পে, যা উত্তর থাইল্যান্ডকে তীব্রভাবে কেঁপে ওঠে, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ সাময়িকভাবে পরিষেবা স্থগিত করেছে৷ এখানে ট্রেনের এরকম ভাবে কেঁপে ওঠার ঘটনায় আতঙ্কের চরম সীমা ছাড়িয়ে যায়৷
advertisement
সারা পৃথিবীর কাছে সাহায্যের আবেদন করেছে মায়ানমার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রিখটার স্কেলে মায়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর “উদ্বিগ্ন” বলে প্রকাশ করেছেন৷ ব্যাংকক শহরেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই মারাত্মক ভূমিকম্পের কারণে কলকাতা এবং ইম্ফল সহ ভারতের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূব হয়েছে।
এক্স (পূর্বে ট্যুইটার) -এ একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। নিজের ট্যুইটে তিনি বলেছেন,মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের পরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সকলের নিরাপত্তা এবং সুস্থতার জন্য প্রার্থনা করছি। ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। এই বিষয়ে, আমাদের কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও, বিদেশ মন্ত্রককে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2025 6:50 PM IST