Emergency Declared In Bangkok: মায়ানমারে চারবার, মেঘালয়েও মেগা কম্পন, ব্যাঙ্ককে জারি এমার্জেন্সি, মোদি জানালেন ভারত সাহয্যের জন্য তৈরি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Emergency Declared In Bangkok: ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা; থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জ লেনদেন স্থগিত করেছে
advertisement
এক্স (পূর্বে ট্যুইটার) -এ একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। নিজের ট্যুইটে তিনি বলেছেন,মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের পরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সকলের নিরাপত্তা এবং সুস্থতার জন্য প্রার্থনা করছি। ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। এই বিষয়ে, আমাদের কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও, বিদেশ মন্ত্রককে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
advertisement
শুক্রবার মায়ানমারের ভূমিকম্পের আফটারশকের কারণে মেঘালয়েও একটি ভূমিকম্প হয়৷ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পূর্ব গারো পাহাড়৷ রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.০৷ ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি -র X-অ্যাকাউন্টের পোস্টে এই ভূমিকম্পের উৎসস্থলে অক্ষাংশ: 25.57 উত্তর, দ্রাঘিমাংশ: 90.58 পূর্ব, গভীরতা: 5 কিমি, অবস্থান: পূর্ব গারো পাহাড়, মেঘালয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মায়নামারের তীব্র ভূমিকম্প৷ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ঝটকা কলকাতাতেও অনুভূত হয়৷ মায়নামারে যে ভূমিকম্পের তীব্রতা তাতে জারি সুনামি অ্যালার্টও, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ, দিল্লিতে মারাত্মক ঝটকা অনুভত হওয়ায় আতঙ্কের পরিবেশ ।
advertisement