ভারতে ৬৩ জন ধনকুবেরের কাছে যে সম্পত্তি রয়েছে, দেশের বাজেটের চেয়েও বেশি: রিপোর্ট

Last Updated:

রিপোর্টে দেখা গিয়েছে, একজন পরিচারিকা ২২ হাজার ২৭৭ বছরে যা আয় করতে পারেন, একটি কোম্পানির সিইও তা এক বছরে আয় করেন৷

#দাভোস: ভারতের প্রায় ৯৬ কোটি মানুষের হাতে যা সম্পত্তি রয়েছে, তার ৪ গুণ বেশি সম্পত্তি রয়েছে দেশের মাত্র ১ শতাংশ ধনীর কাছে৷ ৬৩ জন ভারতীয় ধনকুবের যে পরিমাণ সম্পত্তির মালিক, তা ভারতের সারা বছরের বাজেটের চেয়েও বেশি৷ সোমবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় এই রিপোর্ট পেশ করল অক্সফ্যাম৷
অক্সফ্যাম-এর রিপোর্ট বলছে, গোটা বিশ্বে ২ হাজার ১৫৩ ধনকুবেরের সম্পত্তির পরিমাণ পৃথিবীর ৪৬০ কোটি জনতার চেয়ে বেশি৷ পৃথিবীর মোট জনসংখ্যা কমবেশি ৭০০ কোটি৷ এ হেন আর্থিক বৈষম্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম৷ দেখা যাচ্ছে, গত ১০ বছরে বিশ্বে ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ দ্বিগুণ বেড়েছে৷ যা অত্যন্ত চিন্তার বিষয়৷
অক্সফ্যাম-এর সিইও অমিতাভ বেহারের কথায়, 'বৈষম্য দূর করার জন্য একাধিক নীতি প্রণয়ন না করলে, ধনী গরিবের এই উদ্বেগজনক পার্থক্য মুছে ফেলা সম্ভব নয়৷ দুঃখের বিষয় হল, বিশ্বের মাত্র হাতে গোনা কয়েকটি সরকার এই বিষয়ে চিন্তা ভাবনা করছে৷'
advertisement
advertisement
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট বলছে, বিশ্বে ধনী-গরিব বৈষম্য গত ৩ দশকে সবেয়ে বেশি হারে বেড়েছে৷ বহু দেশেই জনসংখ্যায় আয় বৈষম্য মারাত্মক আকার নিয়েছে৷ যার নির্যাস, দুর্নীতি, সংবিধান অমান্য ও জিনিসের দাম বৃদ্ধি৷
রিপোর্টে দেখা গিয়েছে, একজন পরিচারিকা ২২ হাজার ২৭৭ বছরে যা আয় করতে পারেন, একটি কোম্পানির সিইও তা এক বছরে আয় করেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারতে ৬৩ জন ধনকুবেরের কাছে যে সম্পত্তি রয়েছে, দেশের বাজেটের চেয়েও বেশি: রিপোর্ট
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement