Pakistan plane crash|মিরাকল! ভয়াবহ পাক বিমান দুর্ঘটনায় প্রায় অক্ষত ব্যাঙ্ক অফ পঞ্জাবের CEO
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন আম্মার রশিদ নামে এক যুবকও৷ তিনি ২০এফ নম্বর সিটে বসেছিলেন৷ মহম্মদ জুবির নামে আরেক যাত্রীও বেঁচে গিয়েছেন৷
#করাচি: পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রথমে মনে হয়েছিল, ১০৭ জন যাত্রীর কেউই আর বোধ হয় বেঁচে নেই৷ তবে পাক নিউজ চ্যানেল জিও টিভি জানাচ্ছে, এত ভয়াবহ একটি বিমান দুর্ঘটনায় খুব সামান্য ক্ষত নিয়ে আশ্চর্যজনক ভাবে বেঁচে গিয়েছেন ব্যাঙ্ক অফ পঞ্জাবের সিইও জাফর মাসুদ৷ বরাত জোরে বেঁচে গিয়েছেন পাকিস্তানের সরকারি সংস্থা আর্বান ইউনিটের সিইও খালিদ শেরদিল৷ তাঁরও ক্ষত অল্পই৷ মাত্র ৪ জন যাত্রীই বেঁচে গিয়েছেন বলে খবর৷

শুক্রবার পাকিস্তানের দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে মোট ১০৭ জন ছিলেন৷ তার মধ্যে ৯৮ জন ছিলেন যাত্রী৷ তাঁদের মধ্যেই ছিলেন জাফর মাসুদ ও খালিদ শেরদিল৷ একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জিন্না আন্তর্জাতিক বিনানবন্দরে নামার ঠিক আগেই ভেঙে পড়ে৷ বিমানের ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার করা হয় ব্যাঙ্ক অফ পঞ্জাবের সিইও জাফর মাসুদকে৷ তাঁকে ভর্তি করা হয় দারুল সেহত হাসপাতালে৷ জানা গিয়েছে, তাঁর ঘাড়ে ও পিছনে অল্প চোট লেগেছে৷ এমনকী বিমানটি বিস্ফোরণ হওয়ার পরেও জাফরের শরীরে সামান্য অংশও পোড়েনি৷
advertisement
advertisement
ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন আম্মার রশিদ নামে এক যুবকও৷ তিনি ২০এফ নম্বর সিটে বসেছিলেন৷ মহম্মদ জুবির নামে আরেক যাত্রীও বেঁচে গিয়েছেন৷
শুক্রবার করাচি বিমানবন্দরে ল্যান্ডিংয়ের আগে জনবহুল এলাকায় আচমকা ভেঙে পড়ে একটি পাক বিমান ৷ বিমান ৯জন শিশু-সহ ১০৭ জন যাত্রী ছিলেন ৷ দুর্ঘটনায় কারও বাঁচার সম্ভাবনা নেই বলেই মনে করা হয় ৷ জনবহুল এলাকায় বিমান ভেঙে পড়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2020 12:30 AM IST