Israeli Attack: 'লক্ষ্য ভিত্তিক আক্রমণ' ইজরায়েলের, মিসাইল হানায় হিজবুল্লার শীর্ষ নেতা-সহ মৃত আট

Last Updated:

এই বিষয়ে ইজারেয়েলের তরফ থেকে এক আধিকারিক জানান, "ইজরায়েলের মিসাইল হানায় রাডওয়ান ফোর্সের কম্যান্ডার ইব্রাহিম আকিল প্রাণ হারিয়েছেন। দক্ষিণ বেইরুট হিজবুল্লার শক্ত ঘাঁটি, আমরা সেখানেই আক্রমণ চালিয়েছি।"

ইজরায়েলি হানায় মারা গয়েছেন হিজবুল্লাহ প্রধান। picture courtesy: X
ইজরায়েলি হানায় মারা গয়েছেন হিজবুল্লাহ প্রধান। picture courtesy: X
বেইরুট: লেবাননের বেইরুটে ফের আক্রমণ চালালো ইজরায়েল। এই আক্রমণে হিজবুল্লাহর শীর্ষ নেতা-সহ আট জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে ইজরায়েলের তরফ থেকে। ইতিমধ্যেই ৫০ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয় তাঁদের ‘নির্দিষ্ট লক্ষ্যে’ মিসাইল আঘাত হেনে ইরানের মদতপুষ্ট হিজবুল্লার মোট আট জন সদস্যকে খতম করতে সক্ষম হয়েছেন তাঁরা। অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই মিসাইল আক্রমণে এখনও পর্যন্ত মোট ৫০ জন আহত হয়েছেন।
advertisement
advertisement
এই বিষয়ে ইজারেয়েলের তরফ থেকে এক আধিকারিক জানান, “ইজরায়েলের মিসাইল হানায় রাডওয়ান ফোর্সের কম্যান্ডার ইব্রাহিম আকিল প্রাণ হারিয়েছেন। দক্ষিণ বেইরুট হিজবুল্লার শক্ত ঘাঁটি, আমরা সেখানেই আক্রমণ চালিয়েছি।”
ইতিমধ্যেই ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, “নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক” আক্রমণ চালানো হয়েছে। এই মিসাইল আক্রমণে ইতিমধ্যেই বেইরুটে প্রায় ১৫০ টির উপর রকেট হামলা চালিয়েছে ইজরায়েল।
advertisement
অন্যদিকে, হিজবুল্লাহও জানিয়েছে, তাঁরাও মোট ছয়টি ইজরায়েলি বেসে আক্রমণ চালিয়েছে। এছাড়াও শুক্রবারেও ইজরায়েলে একের পর এক মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israeli Attack: 'লক্ষ্য ভিত্তিক আক্রমণ' ইজরায়েলের, মিসাইল হানায় হিজবুল্লার শীর্ষ নেতা-সহ মৃত আট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement