corona virus btn
corona virus btn
Loading

পায়ে টয়লেট পেপার জড়িয়েই প্লেনে চড়লেন ট্রাম্প , দেখুন ভাইরাল ভিডিও

পায়ে টয়লেট পেপার জড়িয়েই প্লেনে চড়লেন ট্রাম্প , দেখুন ভাইরাল ভিডিও
Photo Courtesy ; Malt Liquor Logic/ Twitter Handle

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাই করেন তাতেই সমালোচনার শিকার হন ৷ ফের একবার এমন কাজ করলেন যাতে হাসির খোরাক হলেন ট্রাম্প৷

  • Share this:
#মিনিয়াপোলিস :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানের প্লেনে উঠছিলেন ৷ বিমানবন্দরটি ছিল মিনিয়াপোলিস সেন্ট পল ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট ৷ এই অবধি কোনও বিবাদ ছিল না ৷ কিন্তু এরপরেই বাধল বিপত্তি ৷ প্রেসিডেন্ট যখন প্লেনের সিঁড়ি বেয়ে উঠছেন তখন পরিষ্কার দেখা গেল ট্রাম্পের বাঁ পায়ের জুতোর মধ্যে ঢুকে রয়েছে টয়লেট পেপার ৷ আর তা নিয়ে কোনও রকম হেলদোল নেই প্রেসিডেন্টের ৷ তিনি দিব্যি প্লেনে ঢোকার আগে উল্টোদিকে ফিরে সকলকে হাত নাড়লেন ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে ৷ ফের একবার নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে গেছে তাঁর ভিডিও ৷
আরও পড়ুন - ভারতীয় রেলের ক্ষতি ৪০০ কোটি ! চুরি করে সাফ করে দিচ্ছেন যাত্রীরা অনলাইনে এই ভিডিও শেয়ার হচ্ছে দেদার ৷ আর তার ভিউ ইতিমধ্যেই কয়েকলক্ষ ছাড়িয়ে গেছে ৷ ূৈঃ1 নেটিজেনদের কেউ সমালোচনা করছেন, কেউ নির্মল মজা নিচ্ছেন ,আর কেউ কেউ  আবার নাক কুঁচকোচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের কর্মকান্ডে ৷ ূৈঃ2 ূৈঃ3   ঠিক কী হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখে নিন ৷
First published: October 6, 2018, 10:42 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर