ট্রাম্পের নির্দেশে সিরিয়ার রাজধানীতে ক্ষেপনাস্ত্র হামলা চালায় আমেরিকা
Last Updated:
গভীর রাতে রাজধানীন দামাস্কাসে হামলা চালাল আমেরিকা ৷ সিরিয়ার মজুত রাসায়নিক অস্ত্রভান্ডার ধ্বংস করতেই এই হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ৷
#সিরিয়া: গভীর রাতে রাজধানীন দামাস্কাসে হামলা চালাল আমেরিকা ৷ সিরিয়ার মজুত রাসায়নিক অস্ত্রভান্ডার ধ্বংস করতেই এই হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ৷ এই হামলায় আমেরিকার সঙ্গে সামিল হয়েছে ব্রিটেন এবং ফ্রান্সও ৷
হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালিয়েছে আমেরিকা ৷
সপ্তাহখানেক আগে সিরিয়ার ভৌমা শহরে রাসায়নিক অস্ত্র হামলা করে প্রেসিডেন্ট বাসার-আল-আশাদ বাহিনী ৷ এতে মৃত্যুও হয়েছে বহু শিশুর ৷ সেই হামলার জন্যই বাসার-আল-আশাদ বাহিনীর উপর চলল এই পাল্টা হামলা ৷
advertisement
উল্লেখ্য, প্রেসিডেন্ট বাসার-আল-আশাদের পদত্যাগের দাবি নিয়ে প্রায় সাত বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায় ৷ এই গৃহযুদ্ধ সামলাতেই বাসার-আল-আশাদ রাসায়নিক হামলা চালায় ৷ তবে, এই গৃহযুদ্ধের জেরে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ ৷ সেই কারণেই সাধারণ মানুষকে এই রাসায়নিক হামলা থেকে রক্ষা করে সিরিয়াকে চাপে রাখতে পাল্টা হামলা চালাচ্ছে আমেরিকাও ৷
advertisement
সিরিয়ায় এই বিমান হানার তীব্র নিন্দা করে রাশিয়া ও ইরান ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2018 10:45 AM IST