ছুরি হাতে এলোপাথাড়ি হামলা, সান্ধ্যভ্রমণে পার্কে বেরিয়ে লন্ডনের কাছে চরম আতঙ্ক!

Last Updated:

পুলিশ জানিয়েছে এটা কোনও সন্ত্রাসবাদী হামলা নয় ৷

#রিডিং: তিন ব্যক্তিকে ছুরি মেরে খুনের ঘটনা ঘটল ইংল্যান্ডের রিডিংয়ে ৷ পাশাপাশি আহত তিনজন ৷ এর আগেও একাধিকবার ভিড়ের মধ্যে গুলি চালনা বা এলোমেলো ছুরি চালনার ঘটনা ঘটে ফের একবার সেরকমই কায়দায় হামলা চালানো হল ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রিডিংয়ের পার্কে ৷ দক্ষিণ এই ইংলিশ টাউনে এই নক্কারজনক হামলার ঘটনা ঘটছে৷ পুলিশ জানিয়েছে এটা কোনও সন্ত্রাসবাদী হামলা নয় ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে গ্রিনউইচ মিন টাইম অর্থাৎ সন্ধ্যা ৬ টার সময় ফরবুরি গার্ডেন্স ছুরি হাতে যাকে সামনে পাচ্ছিলেন তার ওপরেই আক্রমণ শানাচ্ছিলেন ৷ গ্রীষ্মের রৌদ্রকরোজ্জ্বল সন্ধ্যায় সকলে হাঁটচ্ছিলেন সকলে ৷ সে সময় লন্ডনের থেকে ৬৫ কিলোমিটার পশ্চিমের রিডিংয়ের পার্কে প্রচুর মানুষ ছিলেন ৷
২৫ বছরের ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করা হয়েছে ৷ তবে আরও কোনও সন্দেহভাজনের খোঁজ করছে না পুলিশ ৷ ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট ইয়ান হান্টার জানিয়েছেন , ‘সাধারণ মানুষের আর কোনও বিপদ নেই বলে ইনটিলিজেন্স জানিয়ে দিয়েছে ৷ তবে সাধারণ মনাুষ যদিও সন্দেহভাজন কিছু দেখেন তাহলে সে বিষয়ে পুলিশকে যেন খবর করেন ৷ ’
advertisement
advertisement
কেন এই ঘটনা ঘটেছে তার কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ কারণ কাউন্টার টেরোরিজম পুলিসিং সাউথ ইস্ট জানিয়েছে কোনওভাবে এখনও এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগাযোগ নেই ৷
এক প্রত্যক্ষদর্শী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি ৮-১০ জনের বন্ধুর গ্রুপের দিকে হঠাৎ করেই ছুরি হাতে দৌড়তে শুরু করে ঘাতক ৷ তারপর চালাতে শুরু করে এলোপাথাড়ি ছুরি ৷ কেন এটা শুরু হয়েছে কেউ কুছু বোঝার আগেই ঘাতক দুর্বিষহভাবে এই ছুরি চালাতে শুরু করে ৷ ’
advertisement
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘আমার সমবেদনা তাঁদের প্রতি যাঁরা রিডিংয়ের এই ঘটনার শিকার, আমি ধন্যবাদ জানাই এমার্জেন্সি সার্ভিস প্রদানকারী সংস্থাগুলিতে যারা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনেন ৷ এই মুহূর্তে আহতদের চিকিৎসা চলছে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ছুরি হাতে এলোপাথাড়ি হামলা, সান্ধ্যভ্রমণে পার্কে বেরিয়ে লন্ডনের কাছে চরম আতঙ্ক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement