হোম /খবর /বিদেশ /
বিমান দুর্ঘটনার ২ সপ্তাহেরও বেশি পরে আমাজনের অরণ্যে উদ্ধার দুধের শিশু-সহ ৩ খুদে

Amazon Forest: বিমান দুর্ঘটনার ২ সপ্তাহেরও বেশি পরে আমাজনের ঘন জঙ্গল থেকে উদ্ধার ১১ মাসের দুধের শিশু-সহ ৩ খুদে

তাদের সন্ধানে স্নিফার ডগ-সহ চিরুনি তল্লাশি করে সেনাবাহিনী

তাদের সন্ধানে স্নিফার ডগ-সহ চিরুনি তল্লাশি করে সেনাবাহিনী

Amazon Forest: গত ১ মে বিমান দুর্ঘটনা হয়৷ আমাজনের জঙ্গলে ভেঙে পড়ে এয়ারপ্লেন৷ তিন জন প্রাপ্তবয়স্ক অভিযাত্রী মারা গেলেও প্রাণে বেঁচে যায় শিশুরা৷

  • Share this:

বোগট : বিমান দুর্ঘটনার দু’ সপ্তাহেরও বেশি সময় পর আমাজনের গভীর জঙ্গল থেকে উদ্ধার ১১ মাসের শিশু-সহ চারটি বাচ্চা৷ কলম্বিয়ার আমাজনের ঘন জঙ্গল থেকে তাদের বার করে আনা হয়৷ এই ঘটনায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন এ হল সারা দেশের আনন্দমুহূর্ত৷ সামাজিক মাধ্যমে এই ঘটনা শেয়ার করেছেন প্রেসিডেন্ট পেত্রো৷ জানিয়েছেন সেনাবাহিনীর চিরুনি তল্লাশির পর বন থেকে উদ্ধার করা হয়েছে শিশুদের৷

গত ১ মে বিমান দুর্ঘটনা হয়৷ আমাজনের জঙ্গলে ভেঙে পড়ে এয়ারপ্লেন৷ তিন জন প্রাপ্তবয়স্ক অভিযাত্রী মারা গেলেও প্রাণে বেঁচে যায় শিশুরা৷ তাদের সন্ধানে স্নিফার ডগ-সহ চিরুনি তল্লাশি করে সেনাবাহিনী৷

উদ্ধার করা হয়েছে ১৩ বছর, ৯ বছর এবং ৪ বছর বয়সি তিন শিশুকে৷ পাশাপাশি খুঁজে পাওয়া গিয়েছে ১১ মাস বয়সি দুধের শিশুকেও৷ উদ্ধারকারীদের বিশ্বাস, দুর্ঘটনার পর আমাজন জঙ্গলের দক্ষিণে ক্যাকেটা অঞ্চল দিয়ে হাঁটতে থাকে শিশুরা৷ তাদের কোলেই ছিল ১১ মাসের শিশু৷ বুধবার তাদের তৈরি ডালপালার অস্থায়ী আস্তানা ধরা পড়ে সন্ধানকারীদের চোখে৷

 

তাছাড়া জঙ্গলের গাছপালার ডালে এবং অন্যত্র উদ্ধার হয় কাঁচি এবং চুলের ফিতে৷ তখনই সেনাবাহিনী নিশ্চিত হয় ঘন জঙ্গলেই আছে মানুষের উপস্থিতি৷ সন্ধানপর্বে খুঁজে পাওয়া যায় বাচ্চাদের বোতল এবং আধখাওয়া ফলও৷ এই চিহ্নগুলি দেখেই তাঁরা নিশ্চিত হন আমাজনের বনেই আছে নিখোঁজ শিশুরা৷

 

তাদের উদ্ধারের আগে বিমান দুর্ঘটনার পর সেনাবাহিনী খুঁজে পায় বিমানচালক এবং দুই প্রাপ্তবয়স্ক যাত্রীর দেহ৷ তাঁদের গন্তব্য ছিল সান জোসে ডেল গুয়াভিয়ারে৷ কলম্বিয়ার আমাজন অরণ্যে সংলগ্ন শহরগুলির মধ্যে অন্যতম এই জনপদ৷ কিন্তু গন্তব্যে পৌঁছবার আগেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি৷ কী কারণে বিমান দুর্ঘটনা হয়, তা এখনও স্পষ্ট নয়৷ তবে লম্বা গাছ, ঘন অরণ্য, বন্য পশু এবং বৃষ্টিপাতের জেরে সমস্যায় পড়তে হয় উদ্ধারকারীদের৷ কিন্তু শেষ পর্যন্ত শিশুদের নিরাপদে উদ্ধার করতে পেরে তাঁরা খুশি৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Amazon, Colombia