বাড়ি নেই, স্কুলবাসেই সংসার পেতেছে ক্যালিফোর্নিয়ার এই পরিবার

Last Updated:

আর কোথাও যাওয়ার দরকার হলে ? সেটাও এই বাসে করেই চলে যান তারা ।

#ক্যালিফোর্নিয়া: চার ছেলে-মেয়ে, বাবা, মা । ৫,০০০ বর্গফুটের বাড়তে দিব্যি দিন গুজরান করছিল ৬ জনের পরিবার । খরচ বাঁচাতে হঠাত্ই সেই বাড়ি বেচে উঠে এলেনে মাত্র আড়াইশো বর্গফুটের স্কুলবাসে । এখন সেই স্কুলবাসই তাদের বাড়ি ।
বিশ্বাস না হলেও এমনটাই করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দম্পতি গ্যাব্রিয়েল ও ডেবি মায়েজ । এক চিলতে এই ঘরে কিচেন কাউন্টারের নীচে স্থান পেয়েছে রেফ্রিজরেটর থেকে স্টোভ সব কিছুই । টিভি-র ট্রেতেই বাচ্চাদের হোমওয়ার্ক করান বাবা-মা ।
Image Courtesy: Instagram. Image Courtesy: Instagram.
advertisement
বাসের মধ্যেই ডেবি রান্নাও করেন শাক-সব্জি । শুধু গ্রিল করতে হলে বাইরে বেরিয়ে করে নিয়ে আসেন । ৬ জনের জন্য বাড়িতে বাথরুমও মাত্র একটি । দুবছরের বাচ্চাকে স্নান করাতে কিচেন সিঙ্কই বাথটব বানিয়ে নেন ডেবি ।
advertisement
Image Courtesy: Instagram. Image Courtesy: Instagram.
বাসের পিছন দিকে রয়েছে দুটো বেডরুম । তারই একটাতে দুপাশে বাঙ্ক লাগিয়ে চার ছেলেমেয়ের শোওয়ার ব্যবস্থা করেছেন গ্যাব্রিয়েল-ডেবি । অন্য ঘরে নিজেদের খাটের নীচে স্টোরেজ তৈরি করে নিয়েছেন দম্পতি । সেখানেই রাখা হয় সারা পরিবারের জামাকাপড় ।
advertisement
Image Courtesy: Instagram. Image Courtesy: Instagram.
আর কোথাও যাওয়ার দরকার হলে ? সেটাও এই বাসে করেই চলে যান তারা । একসময় খরচ বাঁচাতে নিজেদের বাড়ি বাসে পরিণত করলেও এখন দর্শনীয় হয়ে উঠেছে তাদের স্কুলবাসের সংসার । আর তাই তা থেকে আয়ও করছেন মায়েজ পরিবার । নিয়মিত ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করেন তাঁরা । ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়াতেও ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাড়ি নেই, স্কুলবাসেই সংসার পেতেছে ক্যালিফোর্নিয়ার এই পরিবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement