কাজের সময় হতে হবে নগ্ন, মিলবে লাখ টাকা মাইনেও, দম্পতির দেওয়া আজব বিজ্ঞাপনে হতবাক নেটিজেনরা
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
দম্পতির দাবি, এর মধ্যে কোনও অশ্লীল প্রস্তাব লুকিয়ে নেই ৷ নগ্নতা মানেই যে নোংরা, লজ্জার তা নয় ৷
কাজের জায়গায় কর্মীর ইউনিফর্ম থাকাটা একেবারেই সাধারণ ব্যাপার, কিন্তু কোথাও যদি নগ্নতাই হয় ইউনিফর্ম তাহলে অবাক হতে হয় বইকি ৷ এমনই কর্মখালির বিজ্ঞাপন দেখে তাজ্জব নেটিজেনরা ৷ বাড়ির কাজের জন্য কর্মীর খোঁজে বিবরণ দিয়ে বিজ্ঞাপন দিয়েছেন এক নগ্নতাপ্রিয় দম্পতি ৷ কাজের শর্তের মধ্যে প্রধান হচ্ছে নগ্নতা ৷ অর্থাৎ কাজে এলে দেহে রাখা যাবে না কোনও পোশাক ৷ কাজের সময় পরা যাবে না কোনও জামাকাপড় ৷
ইওরোপের বাসিন্দা এক নগ্নতা প্রিয় নেচারিস্ট দম্পতির বাড়ি বদলে সাহায্যের জন্য লোক চান ৷ সেপ্টেম্বরের মাঝামাঝি এক বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যাচ্ছেন তারা ৷ বাড়ি বদল তো মুখের কথা নয়, চামচ থেকে আলমারি, জামাকাপড় থেকে পোষ্য সমস্ত জিনিসই গুছিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া মানে বিশাল কাজ ৷ সেই কাজেই সাহায্যের জন্য কর্মী চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তারা ৷
advertisement
বিজ্ঞাপনে বলা হয়, এমন কোনও পুরুষ বা মহিলা তাদের দরকার যার নিজস্ব ভ্যান আছে ৷ বাড়ি বদলের সময় জিনিসপত্র সরানোর কাজে সাহায্য করতে পারবেন ৷ তবে চাকরির প্রধান শর্তই হচ্ছে, কাজের পুরোটা সময় থাকতে হবে সম্পূর্ণ উলঙ্গ ৷ দেহে থাকবে না একটি সুতোও ৷ সঠিক কর্মপ্রার্থীকে তারা ২ হাজার পাউন্ড অর্থাৎ ভারতীয় টাকায় ১,৭৪,৯২৬ পরিমাণ অর্থ দেবেন ৷
advertisement
advertisement

দম্পতির দাবি, এর মধ্যে কোনও অশ্লীল প্রস্তাব লুকিয়ে নেই ৷ নগ্নতা মানেই যে নোংরা, লজ্জার তা নয় ৷ বরং নগ্নতায় রয়েছে স্বাভাবিকত্ব ৷ বিনা পোশাকে থাকলে বরং প্রকৃতির স্পর্শ পাওয়া যায় বলে মত তাদের ৷ এমন আজব বিজ্ঞাপনে অবাক এজেন্সিও ৷ তাদের শত অনুরোধ সত্ত্বেও নগ্নতার শর্ত সরাতে নারাজ ওই দম্পতি ৷ বলা বাহুল্য মোটা মাইনে সত্ত্বেও এখনও কোনও আবেদন জমা না পড়লেও নেচারিস্ট দম্পতি অপেক্ষা করতেও রাজি কিন্তু কোনওভাবেই নগ্ন হওয়ার শর্ত সরাতে নারাজ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2020 11:18 PM IST