কাজের জায়গায় কর্মীর ইউনিফর্ম থাকাটা একেবারেই সাধারণ ব্যাপার, কিন্তু কোথাও যদি নগ্নতাই হয় ইউনিফর্ম তাহলে অবাক হতে হয় বইকি ৷ এমনই কর্মখালির বিজ্ঞাপন দেখে তাজ্জব নেটিজেনরা ৷ বাড়ির কাজের জন্য কর্মীর খোঁজে বিবরণ দিয়ে বিজ্ঞাপন দিয়েছেন এক নগ্নতাপ্রিয় দম্পতি ৷ কাজের শর্তের মধ্যে প্রধান হচ্ছে নগ্নতা ৷ অর্থাৎ কাজে এলে দেহে রাখা যাবে না কোনও পোশাক ৷ কাজের সময় পরা যাবে না কোনও জামাকাপড় ৷
ইওরোপের বাসিন্দা এক নগ্নতা প্রিয় নেচারিস্ট দম্পতির বাড়ি বদলে সাহায্যের জন্য লোক চান ৷ সেপ্টেম্বরের মাঝামাঝি এক বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যাচ্ছেন তারা ৷ বাড়ি বদল তো মুখের কথা নয়, চামচ থেকে আলমারি, জামাকাপড় থেকে পোষ্য সমস্ত জিনিসই গুছিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া মানে বিশাল কাজ ৷ সেই কাজেই সাহায্যের জন্য কর্মী চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তারা ৷বিজ্ঞাপনে বলা হয়, এমন কোনও পুরুষ বা মহিলা তাদের দরকার যার নিজস্ব ভ্যান আছে ৷ বাড়ি বদলের সময় জিনিসপত্র সরানোর কাজে সাহায্য করতে পারবেন ৷ তবে চাকরির প্রধান শর্তই হচ্ছে, কাজের পুরোটা সময় থাকতে হবে সম্পূর্ণ উলঙ্গ ৷ দেহে থাকবে না একটি সুতোও ৷ সঠিক কর্মপ্রার্থীকে তারা ২ হাজার পাউন্ড অর্থাৎ ভারতীয় টাকায় ১,৭৪,৯২৬ পরিমাণ অর্থ দেবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bizzare News, Nude