Cash Transfer to Citizens: কোনও পরিশ্রম করতে হবে না, হাজার হাজার টাকা পাঠাবে সরকার! এশিয়ার কোন দেশে এমন সুযোগ?

Last Updated:
এশিয়ার কোন দেশের নাগরিকদের এমন সুযোগ দিচ্ছে সরকার?
এশিয়ার কোন দেশের নাগরিকদের এমন সুযোগ দিচ্ছে সরকার?
দেশের আর্থিক সঙ্কট কাটাতে বেনজির পদক্ষেপ করল দক্ষিণ কোরিয়া৷ বাজারের চাহিদা বাড়াতে নাগরিকদের হাতে ঢালাও টাকার জোগান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দক্ষিণ কোরিয়া সরকার৷ আর্থিক মন্দা কাটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাতে হাতে নগদ টাকা পেয়ে দেশের মানুষ কেনাকাটা এবং খরচ বাড়ান৷ আগামী ২১ জুলাই থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্প চালাবে দক্ষিণ কোরিয়া সরকার৷ এই প্রকল্পের মাধ্যমে দেশের মানুষের হাতে বিভিন্ন উপায়ে সরাসরি নগদ পৌঁছে দেওয়া হবে৷
এই কর্মসূচির জন্য স্বভাবতই বিপুল পরিমাণ আর্থিক বরাদ্দ করেছে দক্ষিণ কোরিয়া সরকার৷ সবমিলিয়ে এই প্রকল্পে খরচ হবে প্রায় ২.১৯ লক্ষ কোটি টাকা৷ ইতিমধ্যেই প্রকল্পের রূপরেখা চূড়ান্ত হয়ে গিয়েছে৷
এই নতুন প্রকল্পের অধীনে ক্রেডিট, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড অথবা সরকারি গিফট সার্টিফিকেটের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার প্রত্যেক নাগরিককে দেশের মুদ্রায় ন্যূনতম দেড় লক্ষ ইওন (৯১৫০ টাকা) দেবেই দক্ষিণ কোরিয়া সরকার৷ এ ছাড়াও সমাজের প্রান্তিক শ্রেণির মানুষ এবং যাঁরা রাজধানীর বাইরের এলাকার বাসিন্দা তাদের জন্য বিভিন্ন ধাপে ধাপে আরও নগদ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
advertisement
রাজধানী সিওলের বাইরে যাঁরা থাকেন, তাঁদের প্রত্যেকের জন্য অতিরিক্ত ৫০ হাজার ইওন (৩০৫০ টাকা) করে দেওয়া হবে৷ পাশাপাশি যাঁদের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং যে সমস্ত পরিবারে বাবা অথবা মা একা সন্তানকে মানুষ করছেন, সেই পরিবারগুলিকে আর্থিক সাহায্যের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে৷ দ্য কোরিয়া হেরাল্ড-এর রিপোর্ট অনুযায়ী এই পরিবারগুলিকে অতিরিক্ত আরও ১৮,৩০০ টাকা করে দেওয়া হবে৷
advertisement
এর পরের ধাপে ২২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবরের মধ্যে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কম উপার্জনকারী নাগরিকদের আরও ১ লক্ষ ইওন (৬ হাজার টাকা) করে দেবে দক্ষিণ কোরিয়া সরকার৷ বিশেষজ্ঞদের আশা, এ ভাবে নাগরিকদের হাতে টাকা এলে দেশের খুচরো বাজার, পরিষেবা ক্ষেত্র চাঙ্গা হবে৷ ফলে সামগ্রিক ভাবে অর্থনীতিতে জোয়ার আসবে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Cash Transfer to Citizens: কোনও পরিশ্রম করতে হবে না, হাজার হাজার টাকা পাঠাবে সরকার! এশিয়ার কোন দেশে এমন সুযোগ?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement